মাস্ক ব্যবহার বৃদ্ধিতে ভ্রামাণ্য আদালত
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
জসিম উদ্দিন : করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে বরিশাল নগরীতে মাস্ক ব্যবহার ও সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশানের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তিনটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা থেকে নগরীর বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান চালানো হয়।
নগরীর নতুন বাজার থেকে অভিযান শুরু করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আলী সূজা। এসময় মাস্ক ব্যবহার না করার দায়ে দুই’শ টাকা করে জরিমানা করেন। একই সাথে সচেতনতা বৃদ্ধি এবং মাস্কের গুরত্ব তুলে ধরে সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে দেন।
এসময় মাস্ক ব্যবহার না করা জরিমানা প্রদানকারীরা তাদের ভুল স্বীকার করে সর্বদা মাস্ক ব্যবহার করবেন বলে প্রতিশ্রুতি দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সূজা জানান, তাদের উদ্দেশ্য কেবল জরিমান আদায় করা না। তারা জনতাকে বোঝাতে চাইছেন মাস্ক ব্যতীত বাইরে নামা মানে নিজেকে ঝুঁকির মধ্যে রাখা। এই অভিযান তারা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি। ##