ইজারা নেই তবুও গরু প্রতি ১ হাজার টাকা
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
এ. এম. মিজানুর রহমান বুলেট, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় কোন প্রকার ইজারা ছাড়াই বাজারে গরু প্রতি এক হাজার টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে । এ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপ চাঁদাবাজদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে । এসব চাঁদাবাজরা ক্ষমতাসীন দলের ছত্র ছায়ায় থেকে চাঁদাবাজি করছে বলে কেউ এদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছে না ।
স্থানীয়দের ভাষ্য’ কলাপাড়া -কুয়াকাটা রুটের পাখিমারা এলাকায় সড়ক দখল করে প্রতি সোমবার গরু-ছাগল ও হাঁস-মুরগীর হাট বসে। আসন্ন পবিত্র ইদুল আয্হা উপলক্ষে বাজারে গরু-ছাগলের আমদানি তুলনামূলক বেশী । এ হাটে সরকারী ভাবে কোন ইজারা দেয়া হয়নি। তবে ক্ষমতাসীন দলের এক শ্রেনীর মানুষ গরু প্রতি এক হাজার টাকা এবং ছাগল প্রতি এক’শ থেকে দু’শ টাকা করে চাঁদা তুলে যাচ্ছে । সোমবার (২০ জুলাই) ওই বাজারে চাঁদা তোলা নিয়ে দু’ পক্ষের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কলাপাড়া ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল’র সঙ্গে কথা বলে জানা গেছে, এক শ্রেনীর মানুষ পাখিমারার গরু বাজার থেকে চাঁদা তুলছেন । তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা করেছেন, কিš‘ কেউ মুখ খুলছে না। তবে বিষয়টি তিনি স্থানীয় বাজার কমিটির সভাপতি এবং মসজিদ কমিটির সভাপতিকে খেয়াল রাখার জন্য নির্দেশ দিয়েছেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, পাখিমারা গরু বাজারে হাতাহাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে তখন কাউকে পায়নি বলে তিনি উল্লেখ করেন।
পাখিমারা বাজার কমিটির সভাপতি আবদুর রাজ্জাক জানান, চাঁদা তোলার কথা তিনি শুনেছেন ,তবে কারা এর সাথে জড়িত তা তিনি বলতে পারছেন না । এছাড়াও তিনি অসুস্থ’ বলে খোঁজ খবর নিতে পারেননি বলে উল্লেখ করেন।
পাখিমারার স্থানীয় বাসিন্দা মো.সোহরাব হোসেন জানান, তার বাড়ী গরু বাজার সংলগ্ন তবে বিষয়টি তিনি জানেন না বলে উল্লেখ করেন। ###