রাজনীতির সংবাদ
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বিএনপি’র যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভোট দিতে আদালতপাড়ায় অবস্থান করেন।
উল্লেখ্য, বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যকরী কমিটির ১১টি পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সাদা এবং বিএনপি সমর্থিত আইনজীবীরা নীল প্যানেলে অংশগ্রহণ করেছেন। সাদা প্যানেলে সভাপতি পদে সৈয়দ গোলাম মাসউদ বাবলু ও সম্পাদক পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন এবং নীল প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহম্মেদ পান্না ও সম্পাদক পদে অ্যাডভোকেট রিয়াজ আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করেন।