রাজনীতির সংবাদ

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা প্রবীন আইনজীবীরা ভোট দিতে আসায় বৃহস্পতিবার বরিশাল আদালতপাড়ায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত পৃথক দুটি প্যানেল অংশগ্রহন করে।

নির্বাচন উপ-পরিষদের সদস্য অ্যাডভোকেট ওবায়েদুল্লাহ সাজু জানান, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৮৮৬ জন ভোটারের মধ্যে ৭৪৮ জন ভোট প্রদান করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের সবশেষ ভোট প্রদানের মাধ্যমে বিকাল ৪টায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। সন্ধ্যা ৬টায় শুরু হয় ভোট গণনা। গণণা শেষে শুক্রবার প্রত্যুষে ফলাফল ঘোষণা হতে পারে জানিয়েছেন তিনি।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বিএনপি’র যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভোট দিতে আদালতপাড়ায় অবস্থান করেন। 

উল্লেখ্য, বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যকরী কমিটির ১১টি পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সাদা এবং বিএনপি সমর্থিত আইনজীবীরা নীল প্যানেলে অংশগ্রহণ করেছেন। সাদা প্যানেলে সভাপতি পদে সৈয়দ গোলাম মাসউদ বাবলু ও সম্পাদক পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন এবং নীল প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহম্মেদ পান্না ও সম্পাদক পদে অ্যাডভোকেট রিয়াজ আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button