বরিশাল বিভাগের সংবাদ

কলাপাড়ায় টি-টুয়ান্টি ক্রিকেট টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

কলাপাড়া প্রতিনিধি : মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ন জয়ন্তী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় ফাতেমা আক্তার রেখা টি-টুয়ান্টি ক্রিকেট টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে  উপজেলার ধুলাসার ইউনিয়নের চাপলী বাজার সংলগ্ন মাঠে স্থানীয় জয়বাংলা ক্লাবের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

এ ফাইনাল খেলায় জয়বাংলা ক্লাব প্রধান শাখা  চাপলী বাজার একাদশ ও  ডেঞ্জার অব  চাপলী একাদশ নামের দু’টি দল অংশ গ্রহন করে। খোলা দেখতে শত শত ক্রিকেট প্রেমীরা মাঠের চার পাশে জড়ো ছিল। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারন করা হয়েছে।

আয়োজকদের সূত্রে জানা গেছে,  ১০ মার্চ এই মাঠে ফাতেমা আক্তার রেখা টি টুয়ান্টি  ক্রিকেট টুনার্মেন্টের আয়োজন করা হয়। এতে ১২ টি দল অংশগ্রহন করে। এরই ধারাবাহিকতায় শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় বরিশাল ও খুলনার খেলোয়ারা অংশগ্রহন করে। জয় বাংলা ক্লাব প্রধান কর্যলয়ের সভাপতি ও টুনামেন্ট কমিটির আহবায়ক মো.তরিকুল ইসলাম মৃধা বলেন, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সবর্ন জয়ন্তী উপলক্ষে এ খেলার অয়োজন করা হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button