বরিশাল জেলার সংবাদ
উজিরপুরে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার : বরিশালের উজিরপুর উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া ১টায় উজিরপুর উপজেলার উত্তর সাতলা গ্রামের জনতা বাজারের পিকআপ চালক বাদী হয়ে উজিরপুর থানয় এই মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় বাদীর ৫ বছরের শিশু কন্যা বাড়ির পাশে খেলছিল। এসময় একই বাড়ির ভ্যানচালক শিমুল খন্দকার তাকে একা পেয়ে মুখ চেপে পার্শ্ববর্তী নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। পরে সে ঘটনাটি তার মাকে জানালে তারা থানায় এসে মামলা দায়ের করে।
ভিকটিমকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। আসামীকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান।