লকডাউনে বরিশালে পুলিশের সচেতনতামূলক র্যালী

জসিম উদ্দীন : মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ, এই শ্লোগান নিয়ে বরিশালে লকডাউনের প্রথম দিনে সচেতনতামূলক র্যালী করেছে নগর পুলিশ।
সোমবার বেলা সাড়ে এগারোটায় নগরীর জেলা স্কুল মোড় থেকে এই সচেতনতামূলক র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী উদ্বোধনকালে নগর পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, করোনাকে মোকাবেলা করতে সবচেয়ে মুখ্যম বিষয় জনসচেনতার মাধ্যমে সামাজিক দূরত্ব রাখা এবং স্বাস্থ্য বিধিগুলো মেনে চলা।
সেক্ষেত্রে জনসচেনতার কোন বিকল্প নেই। এই সচেনতার জন্য বরিশাল মেট্রোপলিট পুলিশ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে আজকের এই র্যালি করছেন।
দেশ করোনামুক্ত রাখতে সরকারের ঘোষিত লকডাউন সঠিকভাবে মানতে ও সঠিক পদ্ধতিতে মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি মানার জন্য তারা আহবান করছেন।
তবে এর ব্যত্যয় ঘটলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য থাকবে পুলিশ।