বানারীপাড়ায় স্কুল মাঠ দখল করে নব্য আওয়ামী লীগ নেতার বালুর ব্যবসা
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
মো. সুজন মোল্লা,বানারীপাড়া : প্রিয় বিদ্যালয়ের মাঠ দখল করে বালুর ব্যবসা করছেন আওয়ামী লীগে যোগদান করা একজন নেতা। এমনই অভিযোগ করেছেন স্থানীয় শিক্ষার্থী ও কিশোর-যুবকরা এবং অনেক স্থানীয়রা। তারা জানান জানান ১৯৯১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পরে তিনি বিএনপি নেতা বনে গিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতে থাকেন। ওই সময় আওয়ামী লীগের নেতা ও কর্মীদের হয়রানীও করা হয় তার নেতৃত্বে। তবে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি হয়ে যান আওয়ামী লীগ নেতা। সেই সময়েও তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কর্মীদের হয়রানী করেছেন বলেও অভিযোগ রয়েছে। পুনরায় ২০০১ সালে বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে তিনি আবার দল পাল্টে হয়ে যান বিএনপি নেতা। পদ পেয়ে হয়ে যান ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।
উপরোক্ত বিবারণ গুলো বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের একজন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধার বিরুদ্ধে। ওই ইউনিয়নের এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ অবৈধভাবে দখল করে বালুর ব্যবসা করার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। এদিকে এ বিষয়ে ২০ মে বৃহস্পতিবার সকালে সৈয়দকাঠি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্ত সরকার এ ব্যপারে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার কাছে লিখিত অভিযোগ করেছেন।
এছাড়াও উপজেলা চেয়ারম্যান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও এ অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে। জানা গেছে, উপজেলার সৈয়দকাঠির সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা আনোয়ার হোসেন মৃধা দীর্ঘদিন ধরে স্থানীয় এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠের একাংশ দখল করে বালুর ব্যবসা করে আসছেন। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার সময় বাতাসে বালু উড়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জনস্বাস্থ্য হুমকির মধ্যে ফেলে ছিলেন তিনি।