ভারতীয় ভেরিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন বরিশাল স্বাস্থ্য বিভাগ

স্টাফ রিপোর্টার : দেশের সীমান্তবর্তী যশোর-খুলনা এলাকায় করোনার ভয়াবহতা বিস্তারের কারণে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের সাথে সড়ক পরিবহন বন্ধের সুপারিশ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও বরিশাল বিভাগীয় স্বাস্থ্য প্রশাসন।
গত ৩ দিনে বরিশাল বিভাগে করোনা সংক্রামন প্রায় দ্বিগুন হয়েছে। যে কারনে করোনা সংক্রামন রোধের পাশাপাশি ভারতীয় ভেরিয়েন্ট ঠেকাতে সীমান্ত জেলাগুলোর সাথে সড়ক পরিবহন বন্ধের কোন বিকল্প দেখছেন না বিভাগীয় স্বাস্থ্য প্রশাসন।
চিকিৎসকদের মতে, সরকার রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। সে নিরিখে খুলনা-যশোর অঞ্চলের সাথে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সড়ক পরিবহন বন্ধে কোন বাঁধা থাকার কথা নয়।
স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালকের পক্ষ থেকেও অবিলম্বে সীমার্ন্তর্বতী জেলাগুলোর সাথে সড়ক পরিবহন বন্ধের বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনারকে চিঠি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল অঞ্চলে গত ৩ দিনে করোনা সংক্রামন প্রায় দ্বিগুন হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, অধিক সংক্রমিত এলাকার সাথে অবাধ যাতায়াত বর্তমান পরিস্থিতির আরো অবনতিসহ তা ঝুকিপূর্ণ করে তুলতে পারে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এর কার্যালয় সূত্র জানান, গত মঙ্গলবার বরিশাল বিভাগে ৩৩৪ জনের নমূনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়। সংক্রামনের হার ছিলো ৬.৬ ভাগ। গত বুধবার ৩৯০ জনের নমূনা পরীক্ষায় ৪৭ জনের করোনা পজেটিভ হয়। সংক্রামনের হার ১২ ভাগ। সব শেষে বৃহস্পতিবার ৩৪০ জনের নমূনা পরীক্ষায় ৫০ জনের করোনা পজেটিভ হয়। সংক্রামনের হার ১৪.৭ ভাগ। সংক্রামনের হার উর্ধ্বমুখি হওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ।
এদিকে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানিয়েছেন, বরিশালে করোনার ভারতীয় ভেরিয়েন্ট রোধে তারা কঠোর অবস্থানে রয়েছেন। সম্প্রতি সিমান্ত এলাকা থেকে বরিশালে আসা ১৪ জনকে কোয়ারেন্টাইনে বাধ্য করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস বিষয়টির সাথে একমত পোষন করে বলেন, আমাদের পক্ষ থেকে ইতোমধ্যে বিভাগীয় প্রশাসনকে চিঠি দিয়ে অধিক সংক্রমিত যশোর ও খুলনা সীমান্তবর্তী জেলাগুলোর সাথে সড়ক পরিবহন বন্ধের সুপারিশ করা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিস্ট প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন বলে প্রত্যাশা করেন তিনি।
এ ব্যাপারে বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল আহসান বাদল জানান, বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগের পরিচালকের সাথে তার কথা হয়েছে। বিষয়টি নিয়ে সবদিক বিবেচনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশের সব বিভাগীয় কমিশনারদের একটি জুম কনফারেন্সে বিষয়টি তোলা হবে। পরবর্তীতে সরকারি দিক নির্দেশনার আলোকেই ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, বরিশাল বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ১৬ হাজার অতিক্রম করেছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯০ জন।