বাউফল হাসপাতালে সিভিলিয়ন সেকশন চালু
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
হারুন অর রশিদ: বাউফল : দীর্ঘ সাত বছরের অধিক সময় পর পটুয়াখালীর বাউফল ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে সিভিলিয়ন সেকশন চালুর প্রথম দিনে আজ (২৩জুন) প্রসুতি বিভাগে এক প্রসুতির সিজারিয়ান অপারেশন হয়েছে। এ ঘটনায় হাসপাতালে খুশির বন্যা বইছে।
সরেজমিনে দেখা গেছে, বাউফল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উপজেলার সুর্যমনি ইউনিয়নের নুরাইনপুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী আলমতাজ বেগম (৩০) এর সফল সিজারিয়ানে এক কন্যা সন্তান প্রসব করেছেন। আজ বেলা দেড়টায় এ প্রসুতির সিজারিয়ানে ডাঃ নুপুরের নেতৃত্বে অ্যাসিষ্ট করেছেন ডাঃ হিরা ও এ্যানেসথেসিয়ায় ডাঃ নুর আহম্মেদ সাঈদ সহযোগিতা করেছেন।
ডাঃ নুপুর বলেন, বাউফল হাসপাতালে স্বাস্থ্য সেবার নতুন দিক উম্মোচন হল। বর্তমানে মা ও মেয়ে উভয়েই সুস্থ্য আছেন। হাসপাতালের চিকিৎসক ডাঃ এ এস এম সায়েম বলেন, সিভিলিয়ন সেকশন চালুর ফলে বাউফলের মানুষের স্বাস্থ্য সেবার মানউন্নয়ন হয়েছে। সাধারন মানুষের স্বাস্থ্যসেবা সহজসাধ্য হয়েছে।
উল্লেখ্য, এর পূর্বে সাধারন ডেলিভারীও ক্লিনিকগুলোতে সিজার করার পরামর্শ দেয়া হত, যা সাধারন মানুষের জন্য ছিল কষ্টসাধ্য ও ব্যয়বহুল। দীর্ঘ সাত বছরের অধিক কাল পর বাউফল হাসপাতালে সিভিলিয়ন সেকশন চালুর ফলে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, ষ্টাফ সহ বাউফলের সাধারন মানুষের মনে আনন্দের বন্যা বইছে।