বরিশাল জেলার সংবাদ
বরিশালের গণপরিবহণে স্বাস্থ্যবিধি নিশ্চিতে পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার : বরিশালে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গণপরিবহণে স্বাস্থ্যবিধি নিশ্চিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার সকালে নগরীর আমতলার মোড়ের চেকপোস্টে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে এ অভিযানে চালানো হয়। এসময় গণপরিবহণের চালক ও যাত্রীদের স্বাস্থ্যনিরাপত্তা মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়।
জাকির হোসেন মজুমদার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার বিকল্প নেই। সবাই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে নিজে বাচুন, পরিবারকেও বাচান।
সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে মাস্ক পরিধান করে দৈনন্দিন কর্মকা- পরিচালনার জন্য সকলকে অবহিত করেন। উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের টিআই আঃ রহিম, সার্জেন্ট নজরুল ইসলাম, ট্রাফিক পুলিশের সদস্য মেহেদী হাসান।