পটুয়াখালীতে কঠোর অবস্থানে প্রশাসন
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
পটুয়াখালী প্রতিনিধি : মহামারী করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সকাল থেকে পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে।
সরকারি, আধাসরকারি, সায়েত্বশায়িত, বেসরকারি সকল অফিস আদালতসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জরুরী কাজ ছাড়া কেউ বাহিরে আসলে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে।
মাস্ক ও যথাযথো কাগজপত্র সাথে না থাকায় মটর সাইলের চালকদের জরিমানা করা হচ্ছে। যারা স্ব স্ব প্রতিষ্ঠানের আইডি কার্ড নিয়ে জরুরী প্রয়োজনীয় কাজে বের হচ্ছেন তারা জরিমানা থেকে রক্ষা পাচ্ছেন।
এবিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম সাংবাদিকদের জানান সরকারের ২১ দফা নির্দেশনা পালনে পুলিশ মাঠে কঠোর অবস্থানে রয়েছে। করোনা মহামারি সংক্রামন রোধে সকলের উচিৎ বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া এবং সরকার ঘোষিত লকডাউন সফল করা।