ভোলায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে নৌবাহিনী
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
এইচ আর সুমন, ভোলা : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে ভোলায় জেলা প্রশাসনের সাথে কাজ করছে নৌবাহিনীর সদস্যরা। বিশেষ করে ভোলা জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে নৌবাহিনীর সদস্যরা।
তার প্রশাসনের সাথে একযোগে কাজ করছে। কেউ যেন ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘুরাফেরা ও আড্ডা না দেয় সে জন্য সাধারণ মানুষকে সচেতন করছেন তারা। রাস্তায় কাউকে দেখলেই বের হওয়ার কারণ জানতে চাচ্ছেন। নৌবাহিনী নামার পর শহরে লোকজনের চলাচল অনেকটাই সীমিত হয়ে পড়েছে।
লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের ১৯টি ভ্রাম্যমান আদালতের পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে ২১ টি চেকপোস্ট এবং ১১টি মোবাইল টিম মাঠে কাজ করছে।
প্রথম দুই দিনে লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ভোলার সাত উপজেলায় ৩৬০ জনকে ৩ লক্ষ ৩২ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে আজ ভোলা জেলায় গত ২৪ ঘণ্টায় ৪ জন নতুন আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রন্তের সংখ্যা ২০৭২ জন এবং সুস্থ হয়েছে ১৯৯২ জন । এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৬ মারা গেছেন।