বরিশাল বিভাগের সংবাদ
স্বরপকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠিতে পানিতে ডুবে মুন্নি (৭) ও সাইমুন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের কামারকাঠি গ্রামে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এলাকাবাসি সুত্রে জানাগেছে, ওই দিন দুপুর আনুমানিক ১২ টার দিকে একইবাড়ির সাইমুন ও মুন্নি বাড়ির সকলের অগোচরে ঘরের সামনে খালে ডুবে যায়। স্বজনরা অনেক খোঁজা খুজি করে তাদের না পেয়ে ওই খালে তল্লাসী চালায়। এক পর্যায়ে ওই খাল থেকে তাদের অচেতনদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা উদ্ধারকৃত অচেতন অবস্থায় শিশু দুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন তাদের মৃত ঘোষনা করেন। মুন্নি কামারকাঠি গ্রামের মো. রুহুল আমিনের মেয়ে এবং সাইমুন একই এলাকায় নানা বাড়িতে বসবাসকারী মো. দেলোয়ার হোসেনের পুত্র।