সকল ধর্মের উদ্যেশ্যই মানুষের কল্যান করা : মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
পিরোজপুর অফস : মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, এ দেশে আমরা যে যে ধর্মের লোকই হই না কেন তাদের সকল ধর্মের উদ্যেশ্যই হচ্ছে একটি, তা হচ্ছে মানুষের কল্যান করা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় দেশে সম্পূর্নরূপে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে বলেই স্ব-স্ব ধর্মের লোকজন এ দেশে শান্তিতে নিজ ধর্মের অনুষ্ঠানাদি সুষ্ঠভাবে পালন করছে। মন্ত্রী আরো বলেছেন, আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে ¯্রষ্টার নৈকট্য লাভ। আমাদের পথ ভিন্ন হতে পারে কিন্তু সৎ পথে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে এ উদ্দেশ্য সাধিত হয়। মন্ত্রী বুধবার সকালে তার নির্বাচনী এলাকা পিরোজপুরে রামকৃষ্ণ মিশনে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠামী ও ৫২৪৬ তম আবির্ভাব তিথী উপলক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
জেলা প্রশাসনের সহযোগীতায় এবং জেলা হিন্দুধর্মীয় কল্যান ট্রাষ্টের উদ্যোগে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, হিন্দু কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি সুরঞ্জিত দত্ত লিটুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা হিন্দু কল্যান ট্রাষ্টের সহকারি প্রকল্প পরিচালক প্রিয়াংকা সিকদার, আওয়ামীলীগ নেতা অ্যাডেভোকেট চন্ডিচরন পাল, জেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক গোপাল বসুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।