বরিশাল বিভাগের সংবাদ

 আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জব্বার ইঞ্জিনিয়ারের ইন্তেকাল

মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার রাজনীতিতে বহুল আলোচিত-সমালোচিত প্রবীন রাজনীতিবীদ, মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান এবং পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব  এম, এ, জব্বার ইঞ্জিনিয়ার (৯২) সোমবার গভীর রাতে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। নিহতের বড় ভাই আলহাজ্ব আবু জায়েদ তার মৃত্যু এবং জানাযা ও দাফন সম্পন্নের খবর নিশ্চিত করেছেন।
মরহুমের শ্যালক শফিকুল আলম জানান, এমএ জব্বার ইঞ্জিনিয়ার ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রবীন এই রাজনীতিবীদ মঠবাড়িয়া সরকারী কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা এবং বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে অবদান থাকলেও মুক্তিযুদ্ধকালীন বিতর্কিত কর্মকান্ডে তিনি ব্যাপক সমালোচিত ছিলেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button