বরিশাল বিভাগের সংবাদ
ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

এইচ আর সুমন, ভোলা : ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার দৌলতখান ও চরফ্যাশন উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার এলাকায় বাসচাপায় মোঃ কবির হোসেন নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়। অন্যদিকে, একই এলাকার সৈয়দপুর ইউনিয়নের মিজিরহাট এলাকায় অটোরিকশার চাপায় লামিয়া নামে আট বছরের এক শিশু নিহত হয়।
এছাড়া, চরফ্যাশনের পৌর এলাকার কাইমুদ্দিন মোড়ে অটোরিকশার সঙ্গে তেলের ট্যাংকার মুখোমুখি সংঘর্ষে অটো রিকশার ড্রাইভার দিদারুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এছাড়া ওই ঘটনায় অটোরিকশার ওপর যাত্রী গুরুতর আহত হন।