ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : সারাদেশে সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে বরিশালে প্রতিবাদী অবস্থান কর্মসূচি, চোঁখে কালো কাপর বেধে মৌন মানববন্ধন, বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৯ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদররোডের ফুটপাতে দ্বিতীয় দিনের মতো প্রতিবাদী অবস্থান কর্মসূচি শুরু করে সাগরদী ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা ও আনসার উদ্দিন মলিøক কলেজের এইচএসসি’র মানবিক বিভাগের শিক্ষার্থী ইশরাত জাহান সুরাইয়া। তার সাথে অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাত্মতা ঘোষনা করে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহন করেন। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ধর্ষকদের কঠোর শা¯িÍ না হলে এ ধরণের অপরাধ আরো বাড়বে, তাই কঠোর আইন ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শা¯িÍর দাবিতে আমাদের এ কর্মসূচি।
অপরদিকে বেলা ১১ টায় ধর্ষনের বিরুদ্ধে সম্মিলিত ঐক্য সেচ্ছাসেবী সংগঠন বরিশাল জেলার আয়োজনে অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ধর্ষকের উলøাস, ধর্ষিতার কান্না. আর না, আর না এই শেøাগানে নিরাপদে থাকুক সকল মা-বোন, বন্ধ হোক ধর্ষণ নির্যাতন এই আহŸানে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন। এছাড়া একই সময়ে সদর রোডে সারাদেশে সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে চোঁখে কালো কাপর বেধে মৌন মানববন্ধন করেছে বরিশাল শিশু ও যুব ফোরাম, আমাদের লেখালেখি, বিবেক, ডিবেটার্স কমিউনিটি অব বরিশালের একঝাক তরুন-তরুনী। যার আয়োজন করে ড্রিমস অব বাংলাদেশ (বাংলাদেশের স্বপ্ন) নামের একটি সংগঠন। ###