রাজনীতির সংবাদ

সরোয়ারকে হটাতে তৎপর তিন গ্রুপ

স্টাফ রিপোর্টার : টানা এক দশক পর তোড়জোড় চলছে বরিশাল মহানগর বিএনপির সম্মেলনের। এ সম্মেলনকে সামনে রেখে দলের নেতৃত্বে পরিবর্তন ঘটানোর লক্ষ্যে সক্রিয় হয়ে উঠেছে দলের স্থানীয় তিনটি গ্রুপ। এ গ্রুপগুলো তিন যুগ ধরে বরিশাল বিএনপিতে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী নেতা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ারবিরোধী হিসেবে পরিচিত।

এদিকে মহানগর বিএনপির সম্মেলনের অনুমতি চেয়ে গত ১৯ সেপ্টেম্বর কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কেন্দ্র থেকে এখনও এ চিঠির প্রতিউত্তর দেওয়া হয়নি বলে জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার।

সম্প্রতি চট্টগ্রামে মহানগর কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়াকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, বরিশালের ক্ষেত্রেও একই পন্থা অনুসরণ করা হতে পারে। এখানেও আহ্বায়ক ও ওয়ার্ড কমিটিগুলো পূনর্গঠন করে সম্মেলনের মাধ্যমে মহানগর কমিটি গঠিত হবে।

বরিশাল বিএনপিতে তিন যুগ ধরে আধিপত্য বিস্তারকারী নেতা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার ২০১০ সাল থেকে মহানগর বিএনপির সভাপতির দায়িত্বও পালন করছেন। স্থানীয় বিএনপির তিনটি গ্রুপের নেতাকর্মীরা চাচ্ছেন, নগর শাখায় তাদের মধ্যে থেকে নতুন নেতৃত্ব উঠে আসুক।

তিন গ্রুপের একটির নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন ও আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা আলী হায়দার বাবুল। আরেকটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন সাবেক সিটি মেয়র আহসান হাবিব কামাল ও মহানগর বিএনপির সহসভাপতি মহসিন মন্টু। তৃতীয় গ্রুপের নেতৃত্বে রয়েছেন নব্বইয়ের দশকে স্থানীয় নগর ও জেলা ছাত্রদলে নেতৃত্বদানকারী সাইফুল আহসান আজিম, আকতার হোসেন মেবুলসহ বিভিন্ন নেতা।

বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, আমি এই নগরীর সন্তান। আশির দশকে ছাত্রদলের নেতৃত্বেও ছিলাম। এখন দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে আছি। তার পরও কেন্দ্র থেকে মহানগরের দায়িত্ব দেওয়া হলে দলের স্বার্থে তা পালন করতে প্রস্তুত আছি।

আলী হায়দার বাবুল প্রসঙ্গে বিলকিস আক্তার বলেন, তিনি আশির দশকে স্থানীয় শীর্ষ ছাত্রদল নেতা হওয়ায় আমাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। তিনি বিএনপির রাজনীতিতে বারবার বঞ্চিত হচ্ছেন। তবে এ নিয়ে কোনো গোপন ঐক্যের ব্যাপার নেই। শিরিনের মতে, দলে নতুন নেতৃত্ব সৃষ্টির স্বার্থেই মজিবর রহমান সরোয়ারের মহানগরের নেতৃত্ব ছেড়ে দেওয়া উচিত।

অ্যাডভোকেট মহসিন মন্টু জানান, অতীতে সাধারণ সম্পাদক পদ প্রত্যাশা করে বঞ্চিত হলেও তিনি এবারও একই পদের দায়িত্ব নিতে আগ্রহী। বর্তমান কমিটি গঠিত হয়েছে ২০১০ সালের ৬ ডিসেম্বর। দীর্ঘ এক দশকে দলে অনেক যোগ্য নেতৃত্ব সৃষ্টি হয়েছে। পুরোনোদের উচিত স্বেচ্ছায় সরে গিয়ে নতুনদের নেতৃত্বে আসার সুযোগ করে দেওয়া। সাবেক মেয়র আহসান হাবিব কামালের সঙ্গে বোঝাপড়ার বিষয়ে মন্টু বলেন, তিনিও সাবেক সভাপতি ছিলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও চাচ্ছেন নতুন একজন নেতৃত্ব। এ ক্ষেত্রে তাই চমক হতেও পারে।

কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, সম্মেলনে কাউন্সিলরদের মতামতে নতুন নেতৃত্ব গঠিত হবে। গতবারও কমিটি গঠনের সময় প্রার্থিতার বিষয়টি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এবারও আগ্রহীদের প্রার্থী হয়েই কমিটিতে আসতে হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button