শেষ দিনে বিভিন্ন নদীতে ঝটিকা অভিযান
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : বরিশালে জাতীয় সম্পদ ইলিশ ও প্রজননক্ষম সংরক্ষণ অভিযানের শেষ দিনে বরিশালের বিভিন্ন নদীতে বরিশাল অঞ্চলের নৌ-পুলিশ কফিল উদ্দিনের নেতৃত্বে এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমানের সরকার কর্তৃক নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। এর পূর্বে জেলেরা নদীতে জাল ফেলে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে নৌ-পুলিশ সুপার কফিল উদ্দিন, বরিশাল নদী-বন্দর থানার অফিসার ইনচার্জ আব্দুল¬াহ আল-মামুন সহ বেশ কিছু নৌ-পুলিশ সদস্যদের সাথে নিয়ে ঝটিকা অভিযান পরিচালনা করেন।
বরিশাল নদী-বন্দর থানার অফিসার ইনচার্জ আব্দুল¬াহ আল-মামুন বলেন, গত ১৪ই অক্টোবর থেকে বরিশাল অঞ্চলের মেঘনা সহ বিভিন্ন নদীতে নৌ-পুলিশ সুপার কফিল উদ্দিনের নির্দেশক্রমে নৌ-পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ২১দিনে ৬৫ জন অবৈধ ইলিশ শিকারী মৎস্য জেলে আটক করতে সক্ষম হয়। নৌ-পুলিশ কর্তৃক আটককৃত জেলেদের বিরুদ্ধে বাদী হয়ে ৫টি মামলার পাশাপাশি ৩১ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১লক্ষ মিটার সুতা জাল উদ্ধার করে। একই সময় জাল উদ্ধার অভিযানের কালে ৪শ’ কেজি ইলিশ উদ্ধার করে বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে বিলিয়ে দেয়া হয়।
অভিযানকালে বরিশাল অঞ্চল নৌ-পুলিশ সুপার কফিল উদ্দিন বলেন, এই ২২দিনে ইলিশ প্রজননক্ষম রক্ষা কাজে আমার নৌ-পুলিশের সদস্যরা নৌ-পথের চলাচল ও দ্রæত অভিযানে যে পরিমানে যানবাহনের প্রয়োজন রয়েছে তা এখানে নেই। সংকট থাকার কারনে অনেক দ্রæত ঘটনাস্থলে পৌছতে বিলম্ব হয়। অন্যদিকে ১লা নভেম্বর থেকে ৬ মাস ব্যাপি ঝাটকা নিধন অভিযান রয়েছে সেখানে আমাদের নৌ-পুলিশ যথাযথ দায়ীত্ব পালনে কোন কাপর্ন করবে না। এছাড়া শুধু দেশীয় সম্পদ ইলিশ নয় নৌ-পথের সকল ক্ষেত্রে নৌ-পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে। এর পূর্বে নৌ সুপার কফিল উদ্দিন নদী থেকে উদ্ধার করা ইলিশ নগরীর নুরিয়া স্কুলের পিছনে থাকা একটি এতিমখানা মাদ্রাসার কর্তৃপক্ষের মাঝে প্রদান করেন।
অপরদিকে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশক্রমে জেলার নির্বাহী ম্যাজিস্টেটদের নেতৃত্বে নৌ-পুলিশ,র্যাব,কোষ্টগার্ড ও মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে এপর্যন্ত ১১১টি মোবাইল কোর্ট পরিচালনাকালে ৭২ জন অবৈধ ইলিশ শিকারী জেলেদের জরিমানার মাধ্যমে ৩লক্ষ ৫১ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়। এসকল অভিযানে ৫৩২ টি মামলা দেয়া সহ বিভিন্ন মেয়াধে ৪৬০ জনকে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্টেট সহ বিভিন্ন উপজেলা প্রশাসন। পাশাপাশি অভিযানে বিভিন্ন নদী থেকে ২৭ লক্ষ ৯০ হাজার মিটার জাল উদ্ধারের পর তা পুড়িয়ে বিনিষ্ট করে দেন প্রশাসন। ###