Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the image-sizes domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/barishaldorpon/public_html/wp-includes/functions.php on line 6114

Deprecated: Optional parameter $query_type declared before required parameter $number is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 849

Deprecated: Optional parameter $order declared before required parameter $number is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 849

Deprecated: Optional parameter $custom_content declared before required parameter $content is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 984

Deprecated: Optional parameter $paragraph_number declared before required parameter $content is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 984

Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-mega-menu.php on line 451

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-mega-menu.php on line 451

Deprecated: Optional parameter $sub_title declared before required parameter $the_post is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/plugins/class-tielabs-fbinstant-articles.php on line 95

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/barishaldorpon/public_html/wp-includes/functions.php:6114) in /home/barishaldorpon/public_html/wp-includes/feed-rss2.php on line 8
অর্থ ও বানিজ্য সংবাদ – বরিশাল দর্পণ https://barishaldorpon.com সত্য প্রকাশে আপোষহীন Mon, 24 Jan 2022 08:51:39 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=6.7 ভোলায় রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপন https://barishaldorpon.com/4114 https://barishaldorpon.com/4114#respond Mon, 24 Jan 2022 08:51:39 +0000 https://barishaldorpon.com/?p=4114
এইচ আর সুমন,ভোলা : ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্ট এর মাধ্যমে ধানের চারা রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে  এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক- ই- লাহী চৌধুরী।
বরিশাল বিভাগীয় কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ তাওফিকুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষি উপপরিচালক হাসান ওয়ারিসুল করিম, ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রিয়াজউদ্দিন, ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক কবির প্রমূখ।
কৃষি বিভাগ জানায়, ভোলা জেলায় এই প্রথম ধানের চারা রোপনে রাইসট্রান্সপ্লান্ট অর্থাৎ যন্ত্রের মাধ্যমে চারা রোপন শুরু হয়েছে। ধনিয়া ইউনিয়নের তুলাতলি গ্রামের ১১০ জন কৃষক একত্রিত হয়ে সমবায় ভিত্তিতে  সমলয় পদ্ধতিতে ৫০ একর জমিতে বোরো (হাইব্রিড দুর্বার) ধানের আবাদ করার উদ্যোগ নিয়েছেন।
প্রথম পর্যায়ে কৃষকদের কোন খরচ লাগছেনা। ধানবীজসহ সকল খরচ কৃষি বিভাগ বহন করছে। কৃষি বিভাগের সার্বিক সহায়তায় কৃষকরা এই নতুন পদ্ধতিতে ধান চাষ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন চন্দ্র দে জানান, এই পদ্ধতিতে কৃষকের খরচ প্রায় অর্ধেক হবে। তিনি জানান, সনাতন পদ্ধতিতে যেখানে একর প্রতি ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয় সেখানে এই পদ্ধতিতে ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হবে।
]]>
https://barishaldorpon.com/4114/feed 0
উপকূলে লবণাক্ত সহিষ্ণু নতুন জাতের গম উদ্ভাবন https://barishaldorpon.com/3998 https://barishaldorpon.com/3998#respond Fri, 16 Jul 2021 15:05:19 +0000 https://barishaldorpon.com/?p=3998 কলাপাড়া প্রতিনিধি : উপকূলবর্তী এলাকায় জমিতে লবণাক্ত সহিষ্ণু নতুন জাতের গম উদ্ভাবন করেছেন গবেষকরা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর গ্রামের সোনাতলা নদীর পাড়ে লবনাক্ত জমিতে গম চাষে সফলতা পেয়েছেন। এর ফলে এলাকার হাজার হাজার একর পতিত জমি চাষাবাদের আওতায় আসবে। উৎপাদন বাড়বে খাদ্য শস্যের। খাদ্য ঘাটতির সাগর পাড়ের এলাকা পরিনত হবে খাদ্য উদ্বৃত্ত এলাকা হিসেবে। দীর্ঘ চার বছর লবনাক্ত জমিতে গবেষনার পরে এমনটাই জানিয়েছেন গবেষনায় সংশ্লিষ্টরা।

বাংলাদেশ গম ও ভূট্টা গবেষনা ইনস্টিটিউট’র সাইন্টিফিক অফিসার ড. এম মোস্তফা খান জানান, এ অঞ্চলে শুধু লবণাক্তাই সমস্য নয়। সেচযোগ্য পানিরও সমস্যা রয়েছে। মূলত: এই দুই সমস্যার করানে এই অঞ্চলে এক লক্ষ হেক্টরেরও বেশি জমি শুস্ক মৌসুমে অনাবাদী থাকে। এসব জমিকে আবাদযোগ্য করার লক্ষে অস্ট্রেলিয়ার এসিআইএআর এবং বাংলাদেশের কেজিএফ এর অর্থায়নে ইউনিভার্সিট অব ও ওয়ের্স্টান অস্ট্রেলিয়া, সিএসআইআরও, বাংলাদেশে কৃষি গবেষনা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভূট্টা গবেষনা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় এবং এগ্রেরিয়ান রিসার্চ ফাউন্ডেশন যৌথ প্রকল্পের আওতায় ২০১৭ সাল থেকে গবেষনার কাজ শুরু করেন।

তিনি আরো বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জন্য লবণাক্ততা ও প্রতিকূলতা সহিষ্ণু গম ও ডাল জাতীয় ফসলের জাত ও প্রযুক্তি উদ্ভাবন করা। এই প্রকল্পের আওতায় বাংলাদেশ গম ও ভূট্টা গবেষনা ইনস্টিটিউট এবং অস্ট্রেলিয়ার সিএসআইআর ও যৌথভাবে গম ফসলের জাত এবং প্রযুক্তি উদ্ভাবনে গত চার বছর ধরে কাজ করছেন। প্রকল্পের আওতায় প্রথম দুই বছরের গবেষনা থেকে বাংলাদেশ গম ও ভূট্টা গবেষনা ইনস্টিটিউট কতৃক উদ্ভাবিত দুইটি অগ্রবর্তী লাইন বিএডাব্লিউ-১১৪৭ ও বিএডাব্লিউ-১২৯০কে লবণাক্ততা সহিষ্ণু জেনোটাইপ হিসেবে সনাক্ত করা হয়েছে। এই দুইটি লবণাক্ত সহিষ্ণু জাতের সাথে বারিগম ২৫ ও ব্লাস্ট রোগ প্রতিরোধী জিংক সমৃদ্ধ জাত বারিগম ৩৩ দক্ষিনাঞ্চলের তিনটি জেলা পটুয়াখালী,খুলনা ও সাতক্ষীরায় প্রদর্শনী করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০১৯-২০২০ মৌসুমে বিএডাব্লিউ জেনোটাইপটি জাতীয় বীজ বোর্ড কতৃক লবণাক্ত সহিষ্ণু জাত হিসেবে অবমুক্তির জন্য মূল্যায়ন করা হয়েছে।

এরইমধ্যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর গ্রামের সোনাতলা নদীর পাড়ে লবনাক্ত জমিতে গম চাষ মাঠ প্রদর্শনী সরজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ গম ও ভূট্টা গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.মো.এছরাইল হোসেন,ইউনিভার্সিটি অব ওয়ের্স্টান অষ্ট্রেলিয়ার ডেপুটি প্রজেক্ট লিডার ড. এম. জি নিয়োগী, বাংলাদেশ গম ও ভূট্টা গবেষনা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.গোলাম ফারুক, বাংলাদেশ গম ও ভূট্টা গবেষনা ইনস্টিটিউটের বেজ্ঞানিক কর্মকর্তা ড.মো.মোস্তফা খান ও কলাপাড়া উপজেলা কৃষি অফিসার আবদুল মান্নান। এ সময় স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

হাজিপুর গ্রামের গম চাষী কালাম খান বলেন, তিনি এবছর সাড়ে সাত বিঘা পরিত্যক্ত জমিতে গম চাষ করেন। ধান চাষ করতে যে পরিমান খরচ হয় গম চাষে খরচ হয় তার অর্ধেক। তার এ গম চাষ দেখে একই গ্রামের আবুল বাশার ফরাজী দুই বিঘা জমিতে গম চাষ করেন। এছাড়া গিয়াস উদ্দিন হাওলাদার, রহিম ভূইয়াসহ আরও অনেক কৃষক তাদের পরিত্যক্ত জমিতে গম চাষ করেছেন।

ইউনিভার্সিটি অব ওয়ের্স্টান অষ্ট্রেলিয়ার ডেপুটি প্রজেক্ট লিডার ড.এম. জি.নিয়োগী বলেন,উপকূলীয় অঞ্চলের পতিত জমিতে গম চাষাবাদ করলে গম আমদানীর ওপর নির্ভরতা কমবে। লবণাক্ততা সহিষ্ণু গমের জাত ব্যবহার কওে উপকূলীয় অঞ্চলের বিস্তীর্ন পতিত জমিতে আমন ধানের পর একই জমিতে শুস্ক মৌসুমে গম আবাদ করে কৃষকরা লাভবান হবে এবং দেশ হবে দারিদ্রমুক্ত।

]]>
https://barishaldorpon.com/3998/feed 0
কলাপাড়ায় ট্রলার বেহুন্দী জালসহ ২৫ জেলে আটক https://barishaldorpon.com/3992 https://barishaldorpon.com/3992#respond Fri, 16 Jul 2021 15:00:02 +0000 https://barishaldorpon.com/?p=3992 কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৩ টি মাছ ধরা ট্রলার ও ১০ টি বেহুন্দী জালসহ ২৫ জেলেকে আটক কেরেছে নিজামপুর কোষ্টগার্ড।

আজ শুক্রবার সকালে উপজেলার আন্ধারমানিক নদী মোহনায় অভিযান চালিয়ে এসব জাল ও ট্রলার জব্দ করা হয়। পরে তিন ট্রলার মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং নিষোধাজ্ঞা কালীন সময়ে মাছ ধরবেনা এ মর্মে মুচলেখা রেখে জেলেদের ছেরে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, নিজামপু কোষ্টগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং ও উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী অফিসার মহাসিনসহ কোষ্টগার্ডের সদস্যরা।

]]>
https://barishaldorpon.com/3992/feed 0
অবৈধ ৬ হাজার মিটার বেহুন্দী জাল ধংস https://barishaldorpon.com/3942 https://barishaldorpon.com/3942#respond Fri, 09 Jul 2021 14:33:17 +0000 https://barishaldorpon.com/?p=3942 কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ৬ হাজার মিটার অবৈধ বেহুন্দী জাল জব্দ করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার পর রাবনাবাদ নদী মেহানায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা।

তবে জাল জব্দ করার সময় কোন জেলেকে আটক করতে পারেনি পুলিশ। পরে রাতেই এসব জাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে বালিয়াতলী সেতু সংলগ্ন এলাকায় পুড়িয়ে ফেলা হয়।

পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে।

নিষেধাজ্ঞাকালীন সময়ে অবৈধভাবে মাছ ধরা জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

]]>
https://barishaldorpon.com/3942/feed 0
লকডাউনের খবরে বাজারে ক্রেতার ভীড় https://barishaldorpon.com/3790 https://barishaldorpon.com/3790#respond Mon, 28 Jun 2021 15:44:39 +0000 https://barishaldorpon.com/?p=3790 স্টাফ রিপোর্টার : কঠোর লকডাউনের খবরে বরিশালের বাজারঘাটে হুমড়ী খেয়ে পড়েছেন মানুষ। এ কারনে প্রচুর ভীর দেখা গেছে মুদী বাজার, কাঁচা বাজার এবং মাছের বাজারে। লকডাউন দির্ঘায়িত হবে ভেবে অতিরিক্ত কেনাকাটা করছেন তারা। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে বিভিন্ন পন্যের দাম।

গতকাল সোমবার নগরীর সাগরদী বাজার, বাংলাবাজার, নথুল্লাবাদ বাজার, বটতলা বাজার, চৌমাথাবাজার, নতুন বাজার, হাটখোলা বাজার, ও বাজার রোডে গিয়ে ক্রেতাদের প্রচুর ভীর দেখা গেছে। এছাড়া নগরীর অন্যান্য বাজার, কাঁচাবাজার এবং মাছ বাজারেও দেখা গেছে প্রচুর ভীর।

ক্রেতারা বলছেন, কঠোর লকডাউনে ঘরের বাইরে বের হওয়া যাবে না বলে শুনেছেন তারা। তাই লকডাউনকালীন খাদ্য মজুদ করতে বাজার করছেন তারা।

এদিকে হঠাৎ বাজারে পন্যের চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে বিভিন্ন নিত্য পন্যের দাম। পিয়াজ, আলু, রোশন, আঁদা সহ অন্যান্য পন্যের দাম বেড়েছে গত দুইদিনে। অন্যন্য পন্যের দামও বাড়ার আশংকা করছেন বিক্রেতারা।

এই অবস্থা চলতে থাকলে ক্রেতাদের নাভিশ^াস উঠবে বলে আশংকা করছেন ক্রেতারা। শুধু নিত্য পন্যের বাজার নয়, ব্যাংক-বীমা এবং সদর রোডেও স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত ভীর দেখা গেছে।

]]>
https://barishaldorpon.com/3790/feed 0
উদ্যোক্তা উন্নয়নে অর্থায়ন শীর্ষক প্রশিক্ষণ সমাপ্ত https://barishaldorpon.com/3652 https://barishaldorpon.com/3652#respond Thu, 17 Jun 2021 17:47:45 +0000 https://barishaldorpon.com/?p=3652 জান্নাত আরা মিলি : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বরিশাল কার্যালয়ে উদ্যোক্তা উন্নয়নে অর্থায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সনদ বিতরনের মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে । পাঁচ দিন ব্যপি প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে   বিসিক এর খুলনা ও বরিশাল এর আঞ্চলিক পরিচালক উপ সচিব কাজী মাহবুবুর রশিদ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করেন।

বরিশাল বিসিক এর  উপ-মহাব্যবস্থাপক মো. জালিস মাহমুদ এর সভাপতিত্বে সনদপত্র বিতরন অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ব্যবস্থাপনা অনুষদ স্কিটির সহযোগী অনুষদ সদস্য মো. মাহমুদুল ইসলাম । 

এই অনুষ্ঠানে ৩৫ জন প্রশিক্ষনার্থীকে সনদপত্র প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন উদ্যোক্তারাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

]]>
https://barishaldorpon.com/3652/feed 0
ভাসমান নৌকার হাটে বানারীপাড়ার বাসিন্দারা https://barishaldorpon.com/3524 https://barishaldorpon.com/3524#respond Fri, 11 Jun 2021 14:54:52 +0000 https://barishaldorpon.com/?p=3524
মো. সুজন মোল্লা, বানারীপাড়া : বর্ষা মৌসূম শুরু হলেই গ্রাম বাংলার নিচু অঞ্চল ডুবে যায় পানিতে। বরিশাল বিভাগের জেলা ও উপজেলা গুলোর প্রত্যান্ত গ্রামণাঞ্চল গুলোর বেশিরভাগ মানুষের ঘরবাড়ি। ফলে বর্ষা মৌসূম এলেই এখানকার লোকালয়ে চলাফেরার জন্য ছোট আকারের ডিঙ্গি নৌকার জরুরী হয়ে পড়ে।
এছাড়াও হাওর-বিলে মাছ ধরার কাজেও প্রয়োজন হয় এই নৌকার। প্রতি বছর এই নৌকা গুলো প্রস্তুত করেন ঝালকাঠি জেলার সদর উপজেলার আটঘর ও কুড়িয়ানার মিস্ত্রী পরিবারের লোকেরা।
বর্ষা মৌসুম শুরুর আগেই এই পরিবার গুলো নৌকা প্রস্তুত করার কাজে ব্যস্ত হয়ে পরেন। সিজন শুরু হলেই আটঘর-কুড়িয়ানার খালে নৌকার পরসা সাজিয়ে বসেন তারা। এটাকে গ্রাম বাংলায় ভাসমান নৌকার হাট বলে থাকে।
এছাড়াও বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের তালুকদারহুলা গ্রামের কতেক পরিবার ছোট ডিঙ্গি নৌকা বানিয়ে গ্রাম সংলগ্ন খালে ভাসমান নৌকার হাট বসান।
]]>
https://barishaldorpon.com/3524/feed 0
বাজেট বাস্তব ও গণমুখী : নিজাম উদ্দিন মৃধা https://barishaldorpon.com/3462 https://barishaldorpon.com/3462#respond Thu, 03 Jun 2021 16:44:01 +0000 https://barishaldorpon.com/?p=3462 স্টাফ রিপোর্টার : বরিশাল মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সভাপতি নিজাম উদ্দিন মৃধা বলেন, ‘করোনাকালে আমাদের শিল্পখাতের অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে যেসব শিল্প খাত জরাজীর্ণ অবস্থায় রয়েছে সেগুলোর দিকে নজর রেখে বাজেট প্রণয়ন প্রয়োজন, তা না হলে শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে।

২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও বাস্তবমুখী বাজেট বলে স্বাগত জানিয়েছেন নিজাম উদ্দিন মৃধা ।

সদ্য ঘোষিত প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় নিজাম উদ্দিন মৃধা বলেন, ‘করোনা মহামারির প্রভাবে সব ব্যবসা বাণিজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারী শিল্প প্রতিষ্ঠানগুলো মুখ থুবড়ে পড়েছে। বিষয়টি মাথায় রেখে সরকার যে বাজেট প্রস্তাবনা দিয়েছে তা গণমুখী।

তিনি বলেন, আমরা অঞ্চলভিত্তিক বাজেট করার দাবি জানিয়ে আসছি। ঢাকা এবং চট্টগ্রামের সঙ্গে ব্যবসায়ী প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ দিতে হবে। কেননা এখানে উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানে গ্যাস ব্যবহারের কোনো সুযোগ নেই।

আগামী বছরগুলোতে অর্থনৈতিক অঞ্চল বিবেচনায় নিয়ে বাজেট ঘোষণার দাবিও জানান তিনি।

বরিশাল মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সভাপতি নিজাম উদ্দিন মৃধা আরো বলেন, করোনাকালে আমাদের শিল্পখাতের অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে যেসব শিল্প খাত জরাজীর্ণ অবস্থায় রয়েছে সেগুলোর দিকে নজর রেখে বাজেট প্রণয়ন প্রয়োজন, তা না হলে শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে।

]]>
https://barishaldorpon.com/3462/feed 0
বাজেট: বরিশালে আ. লীগের উল্টো মত বিএনপির https://barishaldorpon.com/3459 https://barishaldorpon.com/3459#respond Thu, 03 Jun 2021 16:24:53 +0000 https://barishaldorpon.com/?p=3459 স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস মহামারির মধ্যে ঘোষিত বাজেটকে বরিশালের আওয়ামী লীগ নেতারা সময়োপযোগী বললেও বিএনপি নেতাদের দাবি অন্য। তাদের দাবি, জোড়াতালি দিয়ে এবারের বাজেট ঘোষণা করা হয়েছে। মহামারির মধ্যে স্বাস্থ্যখাতে বরাদ্দ মোটেই পর্যাপ্ত নয়।

বাজেটের প্রতিক্রিয়ায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, ‘অত্যন্ত সময়োপযোগী বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে স্বাস্থ্যখাত, শিক্ষা ও আইটি সেক্টরে সরকার যে বরাদ্দ দিয়েছে সেটা বাস্তবায়িত হলে দেশের যাত্রা আরও ত্বরান্বিত হবে।’

তিনি আরও বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমাদের অগাধ বিশ্বাস রয়েছে। তিনি যে বাজেট প্রণয়ন করেছেন তা দেশবাসীর কল্যাণেই করেছেন।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরওয়ারের দাবি অবশ্য ভিন্ন। তিনি বলেন, ‘এবারের বাজেটে হেলথ সেক্টরকে যেভাবে গুরুত্ব দেয়া দরকার ছিল, সেভাবে গুরুত্ব দেয়া হয়নি। বাজেটের লক্ষ্যমাত্রাও পূরণ করতে পারবে বলে মনে হয় না।’

সরওয়ার বলেন, ‘জোড়াতালি দিয়ে এবারের বাজেট তৈরি করা হয়েছে। বাজেটে বিভিন্ন উন্নয়নের কথা বলে ধাপ্পাবাজি করছে সরকার।

‘সরকার কেনাকাটায় দুর্নীতি করছে। এটি রোধও করা হচ্ছে না। এমন হলে রাজস্ব আদায় করা এবং ঋণ পাওয়া দুরূহ হয়ে যাবে।’

করোনা মহামারি পরিস্থিতি নিয়ে সরওয়ার বলেন, ‘গতবারের বাজেটের দিকে তাকালেই বোঝা যাবে মহামারি সমস্যা কাটিয়ে উঠতে সরকার কতটা সফল হয়েছে।’

]]>
https://barishaldorpon.com/3459/feed 0
ভ্রাম্যমান আদালতে ৯ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে জরিমানা https://barishaldorpon.com/3196 https://barishaldorpon.com/3196#respond Fri, 07 May 2021 16:59:03 +0000 https://barishaldorpon.com/?p=3196 স্টাফ রিপোর্টার : বরিশালে করোনা সংক্রামন রোধে স্বাস্থ্য বিধি নিশ্চিত করা এবং বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৯ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ৬ হাজার ৪শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ^াস দাস এবং নিরূপম মজুমদারের নেতৃত্বে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর চকবাজার, কাঠপট্টি, সদর রোড সহ নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এ সময় জনসচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে মাস্ক বিতরন করেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ^াস দাসের ভ্রাম্যমান আদালত চকবাজার, নতুন বাজার ও নথুল্লাবাদ এলাকায় ৮ জন ব্যক্তিকে স্বাস্থ্যবিধি না মানায় ১ হাজার ৬শ’ এবং মূল্য তালিকা না থাকায় একটি ফলের দোকান থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদারের ভ্রাম্যমান আদালত নগরীর পুলিশ লাইন রোড ও বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় এক ব্যক্তিকে ৩০০ টাকা এবং এক পোষাকের দোকান থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

]]>
https://barishaldorpon.com/3196/feed 0