image-sizes
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/barishaldorpon/public_html/wp-includes/functions.php on line 6114বাংলাদেশ গম ও ভূট্টা গবেষনা ইনস্টিটিউট’র সাইন্টিফিক অফিসার ড. এম মোস্তফা খান জানান, এ অঞ্চলে শুধু লবণাক্তাই সমস্য নয়। সেচযোগ্য পানিরও সমস্যা রয়েছে। মূলত: এই দুই সমস্যার করানে এই অঞ্চলে এক লক্ষ হেক্টরেরও বেশি জমি শুস্ক মৌসুমে অনাবাদী থাকে। এসব জমিকে আবাদযোগ্য করার লক্ষে অস্ট্রেলিয়ার এসিআইএআর এবং বাংলাদেশের কেজিএফ এর অর্থায়নে ইউনিভার্সিট অব ও ওয়ের্স্টান অস্ট্রেলিয়া, সিএসআইআরও, বাংলাদেশে কৃষি গবেষনা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভূট্টা গবেষনা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় এবং এগ্রেরিয়ান রিসার্চ ফাউন্ডেশন যৌথ প্রকল্পের আওতায় ২০১৭ সাল থেকে গবেষনার কাজ শুরু করেন।
তিনি আরো বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জন্য লবণাক্ততা ও প্রতিকূলতা সহিষ্ণু গম ও ডাল জাতীয় ফসলের জাত ও প্রযুক্তি উদ্ভাবন করা। এই প্রকল্পের আওতায় বাংলাদেশ গম ও ভূট্টা গবেষনা ইনস্টিটিউট এবং অস্ট্রেলিয়ার সিএসআইআর ও যৌথভাবে গম ফসলের জাত এবং প্রযুক্তি উদ্ভাবনে গত চার বছর ধরে কাজ করছেন। প্রকল্পের আওতায় প্রথম দুই বছরের গবেষনা থেকে বাংলাদেশ গম ও ভূট্টা গবেষনা ইনস্টিটিউট কতৃক উদ্ভাবিত দুইটি অগ্রবর্তী লাইন বিএডাব্লিউ-১১৪৭ ও বিএডাব্লিউ-১২৯০কে লবণাক্ততা সহিষ্ণু জেনোটাইপ হিসেবে সনাক্ত করা হয়েছে। এই দুইটি লবণাক্ত সহিষ্ণু জাতের সাথে বারিগম ২৫ ও ব্লাস্ট রোগ প্রতিরোধী জিংক সমৃদ্ধ জাত বারিগম ৩৩ দক্ষিনাঞ্চলের তিনটি জেলা পটুয়াখালী,খুলনা ও সাতক্ষীরায় প্রদর্শনী করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০১৯-২০২০ মৌসুমে বিএডাব্লিউ জেনোটাইপটি জাতীয় বীজ বোর্ড কতৃক লবণাক্ত সহিষ্ণু জাত হিসেবে অবমুক্তির জন্য মূল্যায়ন করা হয়েছে।
এরইমধ্যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর গ্রামের সোনাতলা নদীর পাড়ে লবনাক্ত জমিতে গম চাষ মাঠ প্রদর্শনী সরজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ গম ও ভূট্টা গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.মো.এছরাইল হোসেন,ইউনিভার্সিটি অব ওয়ের্স্টান অষ্ট্রেলিয়ার ডেপুটি প্রজেক্ট লিডার ড. এম. জি নিয়োগী, বাংলাদেশ গম ও ভূট্টা গবেষনা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.গোলাম ফারুক, বাংলাদেশ গম ও ভূট্টা গবেষনা ইনস্টিটিউটের বেজ্ঞানিক কর্মকর্তা ড.মো.মোস্তফা খান ও কলাপাড়া উপজেলা কৃষি অফিসার আবদুল মান্নান। এ সময় স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
হাজিপুর গ্রামের গম চাষী কালাম খান বলেন, তিনি এবছর সাড়ে সাত বিঘা পরিত্যক্ত জমিতে গম চাষ করেন। ধান চাষ করতে যে পরিমান খরচ হয় গম চাষে খরচ হয় তার অর্ধেক। তার এ গম চাষ দেখে একই গ্রামের আবুল বাশার ফরাজী দুই বিঘা জমিতে গম চাষ করেন। এছাড়া গিয়াস উদ্দিন হাওলাদার, রহিম ভূইয়াসহ আরও অনেক কৃষক তাদের পরিত্যক্ত জমিতে গম চাষ করেছেন।
ইউনিভার্সিটি অব ওয়ের্স্টান অষ্ট্রেলিয়ার ডেপুটি প্রজেক্ট লিডার ড.এম. জি.নিয়োগী বলেন,উপকূলীয় অঞ্চলের পতিত জমিতে গম চাষাবাদ করলে গম আমদানীর ওপর নির্ভরতা কমবে। লবণাক্ততা সহিষ্ণু গমের জাত ব্যবহার কওে উপকূলীয় অঞ্চলের বিস্তীর্ন পতিত জমিতে আমন ধানের পর একই জমিতে শুস্ক মৌসুমে গম আবাদ করে কৃষকরা লাভবান হবে এবং দেশ হবে দারিদ্রমুক্ত।
]]>আজ শুক্রবার সকালে উপজেলার আন্ধারমানিক নদী মোহনায় অভিযান চালিয়ে এসব জাল ও ট্রলার জব্দ করা হয়। পরে তিন ট্রলার মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং নিষোধাজ্ঞা কালীন সময়ে মাছ ধরবেনা এ মর্মে মুচলেখা রেখে জেলেদের ছেরে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, নিজামপু কোষ্টগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং ও উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী অফিসার মহাসিনসহ কোষ্টগার্ডের সদস্যরা।
]]>বৃহস্পতিবার সন্ধ্যার পর রাবনাবাদ নদী মেহানায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা।
তবে জাল জব্দ করার সময় কোন জেলেকে আটক করতে পারেনি পুলিশ। পরে রাতেই এসব জাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে বালিয়াতলী সেতু সংলগ্ন এলাকায় পুড়িয়ে ফেলা হয়।
পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে।
নিষেধাজ্ঞাকালীন সময়ে অবৈধভাবে মাছ ধরা জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
]]>গতকাল সোমবার নগরীর সাগরদী বাজার, বাংলাবাজার, নথুল্লাবাদ বাজার, বটতলা বাজার, চৌমাথাবাজার, নতুন বাজার, হাটখোলা বাজার, ও বাজার রোডে গিয়ে ক্রেতাদের প্রচুর ভীর দেখা গেছে। এছাড়া নগরীর অন্যান্য বাজার, কাঁচাবাজার এবং মাছ বাজারেও দেখা গেছে প্রচুর ভীর।
ক্রেতারা বলছেন, কঠোর লকডাউনে ঘরের বাইরে বের হওয়া যাবে না বলে শুনেছেন তারা। তাই লকডাউনকালীন খাদ্য মজুদ করতে বাজার করছেন তারা।
এদিকে হঠাৎ বাজারে পন্যের চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে বিভিন্ন নিত্য পন্যের দাম। পিয়াজ, আলু, রোশন, আঁদা সহ অন্যান্য পন্যের দাম বেড়েছে গত দুইদিনে। অন্যন্য পন্যের দামও বাড়ার আশংকা করছেন বিক্রেতারা।
এই অবস্থা চলতে থাকলে ক্রেতাদের নাভিশ^াস উঠবে বলে আশংকা করছেন ক্রেতারা। শুধু নিত্য পন্যের বাজার নয়, ব্যাংক-বীমা এবং সদর রোডেও স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত ভীর দেখা গেছে।
]]>বরিশাল বিসিক এর উপ-মহাব্যবস্থাপক মো. জালিস মাহমুদ এর সভাপতিত্বে সনদপত্র বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ব্যবস্থাপনা অনুষদ স্কিটির সহযোগী অনুষদ সদস্য মো. মাহমুদুল ইসলাম ।
এই অনুষ্ঠানে ৩৫ জন প্রশিক্ষনার্থীকে সনদপত্র প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন উদ্যোক্তারাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করেন।
২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও বাস্তবমুখী বাজেট বলে স্বাগত জানিয়েছেন নিজাম উদ্দিন মৃধা ।
সদ্য ঘোষিত প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় নিজাম উদ্দিন মৃধা বলেন, ‘করোনা মহামারির প্রভাবে সব ব্যবসা বাণিজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারী শিল্প প্রতিষ্ঠানগুলো মুখ থুবড়ে পড়েছে। বিষয়টি মাথায় রেখে সরকার যে বাজেট প্রস্তাবনা দিয়েছে তা গণমুখী।
তিনি বলেন, আমরা অঞ্চলভিত্তিক বাজেট করার দাবি জানিয়ে আসছি। ঢাকা এবং চট্টগ্রামের সঙ্গে ব্যবসায়ী প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ দিতে হবে। কেননা এখানে উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানে গ্যাস ব্যবহারের কোনো সুযোগ নেই।
আগামী বছরগুলোতে অর্থনৈতিক অঞ্চল বিবেচনায় নিয়ে বাজেট ঘোষণার দাবিও জানান তিনি।
বরিশাল মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সভাপতি নিজাম উদ্দিন মৃধা আরো বলেন, করোনাকালে আমাদের শিল্পখাতের অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে যেসব শিল্প খাত জরাজীর্ণ অবস্থায় রয়েছে সেগুলোর দিকে নজর রেখে বাজেট প্রণয়ন প্রয়োজন, তা না হলে শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে।
]]>বাজেটের প্রতিক্রিয়ায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, ‘অত্যন্ত সময়োপযোগী বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে স্বাস্থ্যখাত, শিক্ষা ও আইটি সেক্টরে সরকার যে বরাদ্দ দিয়েছে সেটা বাস্তবায়িত হলে দেশের যাত্রা আরও ত্বরান্বিত হবে।’
তিনি আরও বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমাদের অগাধ বিশ্বাস রয়েছে। তিনি যে বাজেট প্রণয়ন করেছেন তা দেশবাসীর কল্যাণেই করেছেন।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরওয়ারের দাবি অবশ্য ভিন্ন। তিনি বলেন, ‘এবারের বাজেটে হেলথ সেক্টরকে যেভাবে গুরুত্ব দেয়া দরকার ছিল, সেভাবে গুরুত্ব দেয়া হয়নি। বাজেটের লক্ষ্যমাত্রাও পূরণ করতে পারবে বলে মনে হয় না।’
সরওয়ার বলেন, ‘জোড়াতালি দিয়ে এবারের বাজেট তৈরি করা হয়েছে। বাজেটে বিভিন্ন উন্নয়নের কথা বলে ধাপ্পাবাজি করছে সরকার।
‘সরকার কেনাকাটায় দুর্নীতি করছে। এটি রোধও করা হচ্ছে না। এমন হলে রাজস্ব আদায় করা এবং ঋণ পাওয়া দুরূহ হয়ে যাবে।’
করোনা মহামারি পরিস্থিতি নিয়ে সরওয়ার বলেন, ‘গতবারের বাজেটের দিকে তাকালেই বোঝা যাবে মহামারি সমস্যা কাটিয়ে উঠতে সরকার কতটা সফল হয়েছে।’
]]>জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ^াস দাস এবং নিরূপম মজুমদারের নেতৃত্বে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর চকবাজার, কাঠপট্টি, সদর রোড সহ নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এ সময় জনসচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে মাস্ক বিতরন করেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ^াস দাসের ভ্রাম্যমান আদালত চকবাজার, নতুন বাজার ও নথুল্লাবাদ এলাকায় ৮ জন ব্যক্তিকে স্বাস্থ্যবিধি না মানায় ১ হাজার ৬শ’ এবং মূল্য তালিকা না থাকায় একটি ফলের দোকান থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদারের ভ্রাম্যমান আদালত নগরীর পুলিশ লাইন রোড ও বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় এক ব্যক্তিকে ৩০০ টাকা এবং এক পোষাকের দোকান থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
]]>