Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the image-sizes domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/barishaldorpon/public_html/wp-includes/functions.php on line 6114

Deprecated: Optional parameter $query_type declared before required parameter $number is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 849

Deprecated: Optional parameter $order declared before required parameter $number is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 849

Deprecated: Optional parameter $custom_content declared before required parameter $content is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 984

Deprecated: Optional parameter $paragraph_number declared before required parameter $content is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 984

Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-mega-menu.php on line 451

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-mega-menu.php on line 451

Deprecated: Optional parameter $sub_title declared before required parameter $the_post is implicitly treated as a required parameter in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/plugins/class-tielabs-fbinstant-articles.php on line 95

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/barishaldorpon/public_html/wp-includes/functions.php:6114) in /home/barishaldorpon/public_html/wp-includes/feed-rss2.php on line 8
খেলাধুলার সংবাদ – বরিশাল দর্পণ https://barishaldorpon.com সত্য প্রকাশে আপোষহীন Tue, 15 Jun 2021 16:18:26 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=6.7 বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভোলা https://barishaldorpon.com/3581 https://barishaldorpon.com/3581#respond Tue, 15 Jun 2021 16:18:26 +0000 https://barishaldorpon.com/?p=3581
এইচ আর সুমন, ভোলা : বরিশাল বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এর ফাইনালে উঠছে ভোলা জেলা।
রবিবার (১৩ই জুন) বরিশাল বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়।
র্টুনামেন্টে ভোলা জেলা ১ম রাউন্ডের খেলায় পিরোজপুর জেলাকে ৩-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠে। প্রথম সেমিফাইনালে পটুয়াখালী জেলাকে টাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠে ভোলা জোলা।
অপরদিকে ১৫ জুন দ্বিতীয় সেমিফাইনালে বরিশাল জেলা বরগুনা জেলাকে মধ্যে ৫-০ গোলে পরাজিত ফাইনালে উঠে। আজ ১৬ জুন বিকাল ৪ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে ফাইনালে মুখামুখি হবে বরিশাল ও ভোলা জেলা। বরিশাল বিভাগের ৬ টি জেলার সমন্বয়ে র্টুনামেন্ট অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা ফুটবল দলের কোচ বেনু চন্দ্র পাল
জানান,  আমি আশাবাদী ভোলা জেলা দল চ্যাম্পিয়ন হবে।

 

receiv
]]>
https://barishaldorpon.com/3581/feed 0
অনুর্ধ্ব ১৭ফুটবল টুর্নামেন্টে ভোলা সদর চ্যাম্পিয়ন https://barishaldorpon.com/3530 https://barishaldorpon.com/3530#respond Sat, 12 Jun 2021 07:57:11 +0000 https://barishaldorpon.com/?p=3530 এইচ আর সুুুমন,ভোলা : ভোলায় জেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক ও বালিকা অনুর্ধ্ব ১৭ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ভোলা পুলিশ লাইন্স মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ট্রাইব্রেকারের মাধ্যমে ভোলা পৌরসভা বালিকা দলকে ১-০ গোলে পরাজিত করে ভোলা সদর উপজেলা বালিকা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অপর দিকে ট্রাইব্রেকারের মাধ্যমে লালমোহন উপজেলা বালক দলকে ৩-২ গোলে পরাজিত করে ভোলা সদর উপজেলা বালক দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরন করেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল নোমান, জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম প্রমুখ।

]]>
https://barishaldorpon.com/3530/feed 0
ভোলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন https://barishaldorpon.com/3486 https://barishaldorpon.com/3486#respond Sun, 06 Jun 2021 15:42:50 +0000 https://barishaldorpon.com/?p=3486 এইচ আর সুমন, ভোলা : ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনুর্ধ্ব ১৭ টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে, রোববার বিকালে ভোলা পুলিশ লাইন্স মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে, জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্ট এর  উদ্ভোধন করেন  জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী।
এসময় আরো উপস্থিথ ছিলেন পুলিশ সুপার সরকার মোঃ কায়সার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, অতিরিক্ত সাধারন সম্পাদক মুনতাসির আলম রবীন চৌধুরী,প্রমুখ।
উদ্ভোধনী খেলায় বালক দল বোরহানউদ্দিন উপজেলাকে ভোলা সদর উপজেলা বালক দল ৩-০ গোলে পরাজিত করে। এবং বালিকা দল বোরহানউদ্দিন উপজেলাকে ৫-০ গোলে পরাজিত করে ভোলা সদর উপজেলা বালিকা দল। এ টুর্নামেন্টে ৭ উপজেলা ও এক পৌরসভা সহ মোট ৮টি দল অংশগ্রহন করেন।
]]>
https://barishaldorpon.com/3486/feed 0
কলাপাড়ায় ভলিবল টূর্ণামেন্টের শুভ উদ্ভোধন https://barishaldorpon.com/2550 https://barishaldorpon.com/2550#respond Fri, 19 Mar 2021 13:57:11 +0000 https://barishaldorpon.com/?p=2550 এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া : কলাপাড়ায় বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রথম বিভাগ ভলিবল টূর্ণামেন্টের শুভ উদ্ভোধন হয়েছে।

বৃহস্পতিবার শেষ বিকেলে কলাপাড়া থানা সংলগ্ন খেলার মাঠে কলাপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় কলাপাড়া ভলিবল খেলোয়াড় আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।

কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হকের সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির কল্লোল, উপজেলা ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মকর্তা মো: আসাদুজ্জামান খান, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: হুমায়ুন কবির, নারীনেত্রী সালমা কবির ও শুভ্রা চক্রবর্তী কল্যানী প্রমুখ।

এ ভলিবল টুর্নামেন্টে ৩টি দল অংশগ্রহণ করেন। উদ্ভোধনী খেলায় বাজার একাদশ ২-১ সেটে স্বপ্ন একাদশকে পরাজিত করেন।

]]>
https://barishaldorpon.com/2550/feed 0
আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কা টেস্ট খেলবেন না সাকিব https://barishaldorpon.com/2222 https://barishaldorpon.com/2222#respond Fri, 19 Feb 2021 09:15:44 +0000 https://barishaldorpon.com/?p=2222 অনলাইন ডেস্ক : আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজে খেলবেন না সাকিব আল হাসান। আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খানের বরাতে এই খবর জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

ক্রিকবাজকে আকরান খান গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, সাকিব আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কা সিরিজে না খেলার জন্য চিঠি দিয়েছে। আমরা তাকে ছুটি দিয়েছি। কারণ কেউ যদি খেলতে না চায় তাহলে তাকে জোর করে খেলানোর কোনো মানে নেই।

প্রসঙ্গত, এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলে ফিরেছেন সাকিব। সাকিব ৩ কোটি ৭৪ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আসর খেলবেন। এর আগে ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত দলটিতে ছিলেন তিনি।

]]>
https://barishaldorpon.com/2222/feed 0
ভোলায় প্রতিভাবান খেলোয়াড় বাছাই শুরু  https://barishaldorpon.com/2019 https://barishaldorpon.com/2019#respond Mon, 01 Feb 2021 15:59:47 +0000 https://barishaldorpon.com/?p=2019
এইচ আর সুমন, ভোলা : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ভোলায় শুরু হয়েছে বয়স ভিত্তিক প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম। আজ সোমবার সকালে ভোলা গজনবী স্টেডিয়াম মাঠে প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন,ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন,অতিরিক্ত সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী, নির্বাহী সদস্য গিয়াসউদ্দিন ফারুক কাজী বাবু, জিয়া উদ্দিন রুবেল,কোচ আফজাল হোসেন বেপারী ও মো: জামাল হোসেনসহ ক্রীড়া সংস্থার কর্মকতার্বৃন্দ।
ভোলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় প্রতিভাবান খেলোয়াড় বাছাই পর্বে ভোলা জেলা বিভিন্ন উপজেলার শতাধিক ফুটবল খেলোয়ার অংশ নেয়। প্রথম পর্বে যারা উত্তীর্ণ হবে তারা দ্বিতীয় ও তৃতীয় বাছাই পর্বে উত্তীর্ণ হলে ৩ বছর মেয়াদী ঢাকায় প্রশিক্ষন ক্যাম্পে অংশ নিতে পারবে।
]]>
https://barishaldorpon.com/2019/feed 0
পেলের গোলের রেকর্ড ভাঙলেন রোনালদো https://barishaldorpon.com/1807 https://barishaldorpon.com/1807#respond Mon, 04 Jan 2021 08:01:56 +0000 https://barishaldorpon.com/?p=1807 অনলাইন ডেস্ক : নতুন বছরের শুরুটা দারুণ করলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তার পায়ের জাদুতেই নতুন বছরের শুরুটা দারুণ করল জুভেন্তাস। সেই সঙ্গে কিংবদন্তি পেলের ৭৫৭ গোলকে টপকে রোনালদোর গোল সংখ্যা দাঁড়াল ৭৫৮টি। খবর ডেইলি মেইলের।

ক্লাব ও দেশ মিলিয়ে বিশ্বের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দু’নম্বরে উঠে এলেন তিনি। সামনে রয়েছেন অস্ট্রিয়ার ফুটবলার জোসেফ বিকান, তার গোল ৭৫৯টি। আর ৭৪২ গোল করে তালিকায় চার নম্বরে রয়েছেন লিওনেল মেসি।
রবিবার রাতে রোনালদোর জোড়া গোলে নিজেদের মাঠে ৪-১ গোলে উদিনেজেকে উড়িয়ে দেয় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। একটি করে গোল করেন ফেডেরিকো চিয়েসা ও পাওলো দিবালা। দারুণ ফুটবল খেলে আন্দ্রে পিরলোর দল। এই জয়ের ফলে ১৪ ম্যাচে সাতটি জিতে ও ছ’টি ড্র করে ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল জুভেন্তাস।

এদিন প্রথম গোল করে পেলেকে ছুঁয়ে ফেলেন রোনালদো। এরপর দ্বিতীয় গোল করে ফুটবল সম্রাট পেলেকে টপকে যান এই পর্তুগিজ তারকা। উদিনেজের বিরুদ্ধে জোড়া গোল করে দেশ ও ক্লাব মিলিয়ে ৭৫৮টি গোলের মালিক হলেন রোনালদো। আর একটি মাত্র গোল করলেই সর্বাধিক গোল করা চেক প্রজাতন্ত্রের আইকন জেসেফ বিসকেনকে ছুঁয়ে ফেলবেন তিনি।

]]>
https://barishaldorpon.com/1807/feed 0
ঝালকাঠিতে আমির হোসেন আমু ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্ট https://barishaldorpon.com/1427 https://barishaldorpon.com/1427#respond Sat, 12 Dec 2020 15:57:58 +0000 https://barishaldorpon.com/?p=1427 এস এম রেজাউল করিম, ঝালকাঠি : ঝালকাঠিতে আমির হোসেন আমু ডে-নাইট গ্রাউন্ডশর্ট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছ। শহরের কৃষ্ণকাঠি এলাকায় অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে স্থানীয় আটটি দল অংশ নেয়।
ভার্চুয়ালী ভাবে সংযুক্ত হয়ে বৃহস্পতিবার রাতে এ টুর্ণামেন্টের উদ্বোধন করে ১৪ দলের সমন্বয়ক ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহামুদ। এ সময় অন্যানের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার ইয়াদ মোর্শেদ প্রিন্স উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেন, ক্রিকেট খেলার মধ্য দিয়ে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে।
প্রশিক্ষণের মাধ্যমে আমাদের এলাকার ছেলেরা একদিন জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে ক্রিকেট খেলায় অংশ নেবে এটা আমার বিশ্বাস।
]]>
https://barishaldorpon.com/1427/feed 0
রানের পাহাড় তাড়া করে ফরচুন বরিশালের জয় https://barishaldorpon.com/1368 https://barishaldorpon.com/1368#respond Tue, 08 Dec 2020 16:49:21 +0000 https://barishaldorpon.com/?p=1368 অনলাইন ডেস্ক : দলের প্রয়োজন চার, পারভেজ হোসেন ইমনের দরকার তখন চার। দুর্দান্ত কাভার ড্রাইভে বাউন্ডারিতে দুটিই হয়ে গেল একসঙ্গে। বাঁধনহারা উচ্ছ্বাসে মাতলেন পারভেজ। রান তাড়ার অসাধারণ এক উপাখ্যান রচিত হলো শের-ই-বাংলা স্টেডিয়ামে। নাজমুল হোসেন শান্তর বিধ্বংসী সেঞ্চুরিতে যে রান পাহাড় গড়েছিল রাজশাহী, পারভেজের রেকর্ড গড়া দ্রুততম সেঞ্চুরিতে তা টপকে গেল বরিশাল। রান খরার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে মঙ্গলবার হঠাৎই এলো রানের জোয়ার। পয়েন্ট তালিকার তলানিতে থাকা দুই দলের লড়াইয়েই হয়ে গেল রান তাড়ার রেকর্ড। মিনিস্টার গ্রুপ রাজশাহীর ২২০ রান টপকে ফরচুন গ্রুপ বরিশাল জিতে গেল ৮ উইকেট।

বাংলাদেশে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড এটিই। এই দুঃসাধ্য কাজটি বরিশাল করেছে ১১ বল বাকি রেখেই। গত জানুয়ারিতে বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের ২০৫ রান তাড়ায় খুলনা টাইগার্সের জয় ছিল বাংলাদেশে রান তাড়ার আগের রেকর্ড। খুলনাও জিতেছিল ৮ উইকেটে, ঠিক ১১ বল বাকি রেখেই। রেকর্ড ছোঁয়া ১১ ছক্কায় রাজশাহীর হয়ে শান্ত খেলেন ৫৫ বলে ১০৯ রানের ইনিংস। জবাব হয়ে আসে পারভেজের ইনিংস। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য এই ব্যাটসম্যান খেলেন ৪২ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস। বেশ অনেকটা ব্যবধানে টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরি এটিই।

২০১৯ বিপিএলে গড়া তামিম ইকবালের ৫০ বলে সেঞ্চুরির রেকর্ড এখন অতীত। রানের রেকর্ডময় এই ম্যাচেও হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন বরিশালের কামরুল ইসলাম রাব্বির। প্রথম ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিকসহ উইকেট নেন তিনি চারটি। বরাবরই মন্থর মিরপুরের উইকেট এ দিন দেখা গেল অনেক ব্যতিক্রম। উইকেটে ছিল ঘাসের ছোঁয়া, বল ব্যাটে এলো দারুণভাবে। দুই দলের ব্যাটসম্যানরা সেটি কাজে লাগালেন। সঙ্গে দুই দলেরই বোলিং ছিল বেশ বাজে। রান উৎসবের শুরু রাজশাহীর আনিসুল ইসলাম ইমনের ব্যাটে। টস হেরে ব্যাটে নামা দলকে উড়ন্ত সূচনা এনে দেন এই ওপেনার। তিনি যখন বেধড়ক পেটাচ্ছেন, শান্ত তখনও দর্শক। ষষ্ঠ ওভারে ইমনের রান ২০ বলে ৪৫, শান্তর রান তখন ১২ বলে ৭। কামরুলের ওই ওভারে টানা দুই বলে ছক্কা ও চার মেরে ছুটতে শুরু করেন শান্ত।

এরপর আর থামাথামির নাম নেই। ইমন-শান্তর উদ্বোধনী জুটিতে ১২.২ ওভারে আসে ১৩১ রান। অনায়াসেই যা টুর্নামেন্টের সর্বোচ্চ জুটি। ৩৯ বলে ৬৯ রান করা ইমনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সুমন খান। তবে শান্তর ঝড় চলতেই থাকে। ৩২ বলে পঞ্চাশ স্পর্শ করেন তিনি, তিন অঙ্কে পা রাখেন ৫২ বলে। ৪ চার ও ১১ ছক্কায় ১০৯ করে আউট হন ইনিংসের শেষ ওভারে। টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে এখন তামিমের সঙ্গী শান্ত। ২০১৯ বিপিএলের ফাইনালে ১৪৫ রানের ইনিংসের পথে ১১ ছক্কা মেরেছিলেন তামিম। শান্ত-ইমনের ঝড়ের পর রাজশাহীর আর কারও তেমন কিছু করার প্রয়োজন পড়েনি। তিনে নেমে দুই ছক্কায় ১৮ করে ফেরেন রনি তালুকদার। কামরুল শেষ ওভারে ৪ উইকেট নিলেও রাজশাহী ওই ওভার থেকে তোলে ১০ রান। তলানির দল বরিশালের জন্য এই রান হওয়ার কথা আকাশ ছোঁয়ার মতো।

ব্যাটিংটাই তো এই আসরে ভোগাচ্ছিল তাদের। কিন্তু দিনটিই যে পাগলাটে! সাইফ হাসানের মতো ধীরস্থির ব্যাটসম্যানও তাই দুটি করে চার ও ছক্কায় ১৫ বলে করে ফেলেন ২৭ রান। বরিশাল উড়ন্ত সূচনা করে সাইফের ব্যাটেই। এরপর তামিম ইকবাল ও পারভেজের দুটি দলকে এগিয়ে নেন সময়ের দাবি মেনে। দ্বিতীয় উইকেটে ৫৪ বলে ১১৭ রানের জুটি গড়েন দুই বাঁহাতি। ৩৭ বলে ৫৩ রান করে তামিম আউট হন রান আউটে। ড্রেসিং রুমে ফেরার আগে তামিম কাছে ডেকে নেন পারভেজকে।

অধিনায়ককে হারানোর পরও পারভেজের দাপুটে ব্যাটিং চলতেই থাকে। আফিফ হোসেনকে নিয়ে তিনি শেষ করেন কাজ। এই টুর্নামেন্টের আগে মোটে চারটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা ছিল পারভেজের। প্রথম ফিফটির স্বাদ পান এই আসরেই দলের প্রথম ম্যাচে। চোখধাঁধানো সব শটের মহড়ায় ১৮ বছর বয়সী ব্যাটসম্যান এবার চেনালেন নিজের জাত। বিশাল সব ছক্কা যেমন মেরেছেন, তেমনি খেলেছেন দারুণ সব ড্রাইভ। তার ব্যাটিংয়ে ছিল শক্তি, স্কিল আর বুদ্ধিমত্তার মিশেল। ২৫ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন তিনি। পরের পঞ্চাশে লাগে কেবল ১৭ বল। ৯ চার ও ৭ ছক্কার ইনিংস খেলে বেরিয়ে আসেন বীরের বেশে। দারুণ এই জয়ে টিকে থাকল বরিশালের শীর্ষ চারে থাকার আশা। ৬ ম্যাচে তাদের জয় ২টি। রাজশাহীর ২ জয় ৭ ম্যাচে।

সংক্ষিপ্ত স্কোর:
মিনিস্টার গ্রুপ রাজশাহী: ২০ ওভারে ২২০/৭ (শান্ত ১০৯, ইমন ৬৯, রনি ১৮, মেহেদি ০, সোহান ১২, সাইফ উদ্দিন ৪, ফরহাদ ০, ফজলে মাহমুদ ৬*, মুকিদুল ০; তাসকিন ৪-০-৪৯-০, মিরাজ ৩-০-৩৫-০, সুমন ৪-০-৪৩-২, আবু জায়েদ ২.১-০-১১-০, কামরুল ৪-০-৪৯-৪, আফিফ ২.৫-০-৩২-০)।

ফরচুন বরিশাল: ১৮.১ ওভারে ২২১/২ (সাইফ ২৭, তামিম ৫৮, পারভেজ ১০০*, আফিফ ২৬*; সাইফ উদ্দিন ৪-০-৪০-১, মেহেদি ৪-০-৪০-০, ইবাদত ৩-০-৩৯-০, মুকিদুল ২-০-২৬-০, ফরহাদ ৩-০-৪৭-০, সানি ১-০-১১-০, ইমন ১.১-০-১৫-০)। ফল : ফরচুন বরিশাল ৮ উইকেটে জয়ী। ম্যান অব দা ম্যাচ: পারভেজ হোসেন ইমন।

]]>
https://barishaldorpon.com/1368/feed 0
বরিশালের ভাষা শিখবেন তামিম https://barishaldorpon.com/1154 https://barishaldorpon.com/1154#respond Sat, 21 Nov 2020 16:02:40 +0000 https://barishaldorpon.com/?p=1154 অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিচ্ছে ফরচুন বরিশাল। দলটির নেতৃত্বে থাকছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

আজ শনিবার সকালে মিরপুরে বিসিবির একাডেমির ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করে ফরচুন বরিশাল দল। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম ইকবাল জানালেন, তিনি বরিশালের ভাষা শিখতে চান।

আজ মিরপুরে শের-ই-বাংলায় তামিম সাংবাদিকদের বলেন, ‘বরিশালের ভাষা শেখার চেষ্টা করব। আমি বরিশালের ভাষায় কথা বলতে পারি না। এটা ভালো যে বরিশাল আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে। গত দু-তিন মৌসুম তো তারা বিপিএলে ছিল না। দলটির অনেক ভক্ত-সমর্থক আছে। চেষ্টা করব তাদের কিছু আনন্দ উপহার দিতে।’

এর আগে পিএসএল খেলতে পাকিস্তানে গিয়ে অনিচ্ছায় উর্দুতে কথা বলেছিলেন তামিম। তবে বলেছিলেন, বিসিবি তাকে উর্দুতে কথা বলতে নিষেধ করেছে।

]]>
https://barishaldorpon.com/1154/feed 0