কার ইশারায় বদল হচ্ছে সরকারী বরিশাল কলেজের নাম ?

: মাহমুদ বিন সাঈদ, ইংল্যান্ড :
বিভিন্ন সিটির নামে কলেজ থাকতে পারলে বিভাগীয় শহর বরিশালের ‘ বরিশাল কলেজ’ এর নাম কেন বদলাতে হবে? ঢাকা কলেজ, চিটাগাং কলেজ, রাজশাহী কলেজ সহ সারা দেশের সকল কলেজের নাম বদলানোর কোন গেজেট থাকলে ভিন্ন কথা। যে মহান হিন্দু ব্যক্তির নামে কলেজ টির নামকরন করার চেষ্টা হচ্ছে তার নামে আরেকটি কলেজ করা হোক। ঘণ বসতিপূর্ণ বিভাগীয় শহরে আরেকটি দামী কলেজ প্রতিস্ঠা করলে এ অঞ্চলের জন্য কল্যাণকর হবে। বদলাতে চান তো এর ফাউন্ডার প্রয়াত রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের নামে করুন। তা না হলে, বর্তমান নামই বহাল রাখুন। ভোটার রাজনীতির জন্য এ কাজ হচ্ছে এমনটা আমি মনে করিনা। কারন বরিশাল জেলা শহরের রাজনীতি কখনই বাবুদের দখলে ছিল এমনটা আমি গত ত্রিশ বছরে দেখি নি। তবে বাবুদের পুণ্য ভূমির ইশারা থাকতে পারে। আমি বরিশাল শহরে কোন শিক্ষালয়ে পড়াশোনা করি নি। বিয়ের পরে শুধু একবার এ কলেজের ইতিহাস বিভাগের প্রধান আমার শ্বাশুরী প্রফেসর আনোয়ারা বেগমের অফিসে গিয়েছিলাম। দেখতে সুন্দর কিন্ত অনেক ছোট একটি ক্যাম্পাসের এই কলেজের নাম পরিবর্তন করলে অঞ্চলের মানুষের মাঝে অনেক ক্ষোভ তৈরী হবে বলে আমি মনে করি।
লেখকঃ বিশিষ্ট ইসলামিক স্কলার, সাবেক সহকারী অধ্যাপক,ঢাকা বিশ্ববিদ্যালয়।