বরগুনায় পিয়ন থেকে শত কোটি টাকার মালিক
বীমা কোম্পানির পিয়ন থেকে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক শহিদুল
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
সঞ্জিব দাস, বরগুনা : একটি বীমা কোম্পানির পিয়ন থেকে কোটিপতি বনে যাওয়া কে এই শহিদুল ইসলাম? হঠাৎ করে তার এই বিষয়ে বৈভবের উৎস কি এমন প্রশ্ন তার নিজ গ্রামের অসংখ্য মানুষের কাছে।
বরগুনা আমতলী উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোডাংগার গ্রামের বাসিন্দা মোঃ চান মিয়া হাওলাদারের ছেলে মোঃ শহিদুল ইসলাম।
এসএসসি পাশ করে ঢাকায় পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর পিয়ন পদে চাকরি করেন। ২০১৮ সালে চাকরি হারিয়ে চলে আসেন গ্রমের বাড়িতে।
কিছুদিনের মধ্যেই কোটি কোটি ব্যয়ে গ্রামের বাড়িতে নির্মাণ করেন বহুতল ভবন। ঢাকায় রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি। রয়েছে পরিবহন সেক্টরে কোটি কোটি টাকার ব্যবসা সিলেট এবং ভারতের সাথে রয়েছে কংক্রিট পাথর বালু এবং কয়লার ব্যবসা। হঠাৎ কোটিপতি বনে যাওয়া এই শহিদুলের বিষয়ে জানতে চাইলে এলাকার হাবিবুর রহমান ইদ্রিস সহ অনেকেই বলেন আমরা জানতাম সে ঢাকায় টিউশনি করে তার বাবার গ্রামের চাষাবাদের তেমন কোনো জমিজমা নেই। তিনি হঠাৎ করে এলাকায় এসে অসংখ্য মানুষের জমিজমা ক্রয় করেছেন। অনেকে হিন্দু পরিবারের জমি কিনে তাদের টাকা-পয়সা দিচ্ছেন না এমনকি অনেক হিন্দু পরিবারের জমি জোর করে অবৈধ দখল করে ভোগ করার অভিযোগ রয়েছে শহিদুল ইসলামের বিরুদ্ধে।
তাকে নিয়ে এলাকায় চলছে সালিশ ব্যবস্থা তার এইসব বিষয়ে প্রতিবাদ করলে সে থানা পুলিশের ভয় দেখিয়ে মানুষকে বিভিন্ন মামলায় জড়িত করবেন বলে ধমক দিয়ে আসছেন । হঠাৎ করে তার এই অর্থনৈতিক পরিবর্তনের কারণে অবাক এলাকার মানুষ এ বিষয়ে শহিদুল এর কাছে জানতে চাইলে তিনি বলেন ঢাকায় তার রয়েছে ইট বালু পাথরের এবং ট্রাকের ব্যবসা।
এব্যাপারে আর এক ভুক্তভোগী মনু বলেন কিছুদিন আগে ভাই ও আমার কাছ থেকে ৮শতাংশ জমি ক্রয় করলে সে জোর পূর্বক আরো ৫শতাংশ জমি ভোগ দখল করে আসছে। এলাকায় এ বিষয়ে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই আলিসান বাড়ীর রাজমিস্ত্রির ৩লক্ষ ৬০ হাজার টাকা মেরে দিয়েছেন শহিদুল ইসলাম। এলাকায় শহিদুলের অপকর্মের ও অবৈধ টাকার প্রভাবে নারী কেলেঙ্কারি থেকে শুরু করে এলাকার অনেক অপকর্মের সাথেও তিনি জড়িত বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। তবে সচেতন মহল বলেছেন একমাত্র দুর্নীতি দমন কমিশন এই শহিদুলের অবৈধ সম্পদের পাহাড় অনুসন্ধান করলে বেরিয়ে যাবে তার নেপথ্যে রহস্য।