শিক্ষা ব্যবস্থা সংকটময় মূহুর্ত পার করছে : চরমোনাই পীর
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
এম.মিরাজ হোসাইন : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক নয়। তাদের আন্দোলন আমরা সমর্থন করিনা, তাদের পাশেও নেই। তবে শিক্ষার্থীদের ওপর অত্যাচার নির্যাতন হলে আমরা তার প্রতিবাদ জানাবো’। আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশ ও সরকার দলীয় ছাত্র সংগঠন যা করেছে ইসলামী ছাত্র আন্দোলন এই ন্যাকারজনক ঘটনাকে ঘৃনা করে।
গতকাল বুধবার ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় চরমোনাই পীর এ কথা বলেন। বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চরমোনাই পীর তার বক্তৃতায় বলেন, শাবিপ্রবি’র আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবী তুলেছে রাতে ছাত্রীনিবাস খোলা রাখতে হবে। এটা কোন সভ্য দাবী হতে পারেনা। তিনি বলেন, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা চরম সংকটময় মূহুর্ত পার করছে। রাজনৈতিকভাবে সরকারের ব্যর্থতার দায় ঢাকতে বারবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে সরকার তার অদূরদর্শী সিদ্ধান্তের প্রতিফলন ঘটাচ্ছে। সরকারকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান চরমোনাই পীর।
সম্মেলনে মো. সানাউল্লাহকে সভাপতি ও মো. মিজানুর রহমানকে সাধারন সম্পাদক করে ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল শাখার ২০২২ সেশনের কমিটির ঘোষণা করেন চরমোনাই পীর।
ছাত্র আন্দোলনে বিদায়ী সভাপতি মুহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুফতি এছাহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম আল আমিন, ছাত্র আন্দোলনের মুহাম্মদ ইব্রাহিম হুসাইন মৃধা, কেএম শরীয়ত উল্লাহ প্রমুখ।