কুয়াকাটার অনুর্বর বালু মাটি আজকে সোনা : নাসিম
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া : বাংলাদেশ আওয়ামীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দীন নাসিম বলেছেন ,’শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পেয়েছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত কুয়াকাটা পৌরসভা নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত আওয়ামীলীগ প্রার্থীকে নৌকায় ভোট দিন।
আপনারা নৌকায় ভোট দিলে কুয়াকাটা পৌরসভার উন্নয়ন কার্যক্রম তরান্বিত হবে, এটি প্রথম শ্রেনীর পৌরসভায় উন্নীত হবে।’ শুক্রবার শেষ বিকেলে স্থানীয় আওয়ামীলীগ’র উদ্দ্যোগে কুয়াকাটা রাখাইন মাঠে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ’তলাবিহীন ঝুড়ির দেশ থেকে বাংলাদেশ আজকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। ৯৬’র আগে কুয়াকাটার অবস্থা আর আজকে কুয়াকাটার উন্নয়ন কর্মকান্ড বিবেচনা করে আপনারা নৌকায় ভোট দিন। কুয়াকাটার অনুর্বর বালু মাটি আজকে সোনার মাটিতে পরিনত হয়েছে। আগামী ২৮ তারিখ ভোট কেন্দ্রে উপস্থিত থেকে সারাদিন নৌকায় ভোট দিন।’
এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.আফজাল হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান করেছেন।
কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহম্মেদ ভুইয়ার সভাপতিত্বে এ উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক আঃ মান্নান, সাবেক সংসদ সদস্য পনিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ¦ মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কলাপাড়া উপজেলা পরিষদ চেযারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, কুয়াকাটার মেয়র প্রার্থী আঃ বারেক মোল্লাসহ বাউফল-কলাপাড়া ও আমতলীর পৌর মেয়রগণ বক্তব্য রাখেন।
নির্বাচনী প্রচারনার এ উঠান বৈঠক জনসমুদ্রে পরিনত হয়। উপস্থিত হাজার হাজার মানুষ দু’হাত তুলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য ২৮ ডিসেম্বর কুয়াকাটা পৌর সভার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামীলীগ, বিএনপি, স্বতন্ত্র সহ চার জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছে। শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় টানটান উত্তেজনা বইছে।
এদিকে পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা ও কুয়াকাটা পৌর নির্বাচনী রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত কুয়াকাটার আবাসিক হোটেল মোলেটে স্থানীয় পর্যবেক্ষক ও দর্শনার্থীদের (পটুয়াখালী জেলার) কক্ষ বরাদ্ধ না দেয়ার বিশেষ ভাবে অনুরোধ করেছেন।
নির্বাচনী প্রচারনার পথ সভাটি একসময় জনসমুদ্রে পরিনত হয়। উপস্থিত হাজার হাজার মানুষ দু’হাত তুলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।