রাশেদের মৃত্যুতে ভোলা ডেভেলপমেন্ট সোসাইটির শোক প্রকাশ
রাশেদের মৃত্যুতে ভোলা ডেভেলপমেন্ট সোসাইটির শোক প্রকাশ

এইচ আর সুমন, ভোলা : ভোলা ডেভেলপমেন্ট সোসাইটি বোরহানউদ্দিন উপজেলা শাখার সদস্য সচিব জনাব মোঃ রাশেদ খান দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন।১৮ই জুলাই শনিবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া় ইন্না ইলাইহি রাজিউন।লাইহি ন্না দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে সকলকে কাদিয়ে চলে গেলেন রাশেদ খান। রাশেদ খানের মৃত্যূতে বিডিএস পরিবার সহ বোরহানউদ্দিন উপজেলা বাসী শোকাহত ও মর্মাহত হয়েছে। তার মৃত্যূতে বিডিএস পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যূতে ও ভোলা সদর উপজেলা শাখার সদস্য সচিব জি এম ছানাউল্লাহ নানার মৃত্যুতে শোক জানিয়েছেন বিডিএসের চেয়ারম্যান জনাব মোঃ সোলায়মান মামুন, মহা-সচিব শেখ ফরিদ, ভাইস চেয়ারম্যান-মোঃ নবির হাসান, হারুনুর রশিদ, সাংগঠনিক সচিব জনাব মোঃ ইসমাইল হোসেন মুন্না,অর্থ সচিব নুরনবী হাওলাদার মনির, ভোলা সদর উপজেলা শাখার আহবায়ক এইচ আর সুমন, সদস্য সচিব-জনাব মোঃ জিএম ছানাউল্ল্যাহ, যুগ্ন আহবায়ক মোঃ মাসুম দৌলতখান উপজেলা শাখার আহবায়ক মোঃ রিপন, সদস্য সচিব-পাভেল আহমেদ দিহান, ভোলা সদর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক-জনাব মেহেদি হাসান মিরাজ সহ আরো অনেকে। সকলে রাশেদের ও ভোলা সদর উপজেলা শাখার সদস্য সচিব জি এম ছানাউল্লাহ নানার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুম দের মৃত্যুতে ভোলা ডেভেলপমেন্ট সোসাইটিতে শোকের ছায়া নেমে পড়ে।