প্রধান সংবাদবরিশাল জেলার সংবাদ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
ববির ছাত্রী লাঞ্চিতের ঘটনায় মামলা
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এলাকায় বেড়াতে গিয়ে বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রীকে লাঞ্চিতের ঘটনায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ঐ ছাত্রীর স্বামী সোহাগ হাসান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত দুই তিনকে জনকে আসামি করে বন্দর থানায় মামলা করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, পুলিশ আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে। একাডেমিক কার্যক্রমসহ ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবি জানান উপাচার্য।
এছাড়া বুধবার কোন বিক্ষোভ কর্মসূচি হয়নি ক্যাম্পাসে। এর আগে মঙ্গলবার সন্ধায় বিশ্ববিদ্যালয় এলাকায় স্বামীকে নিয়ে বেড়াতে গেলে চরকাউয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার সাইদুল আলম লিটন ও তার অনুসারী জয়সহ কয়েক বখাটের হামলার শিকার হয় বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পরলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ঘন্টাব্যাপি অবরোধসহ মেম্বার লিটন ও তার অনুসারী জয়ের বাড়ি এবং স্থানীয় একটি ক্লাব ভাংচুর করে। পরে পুলিশের আশ্বাসে মঙ্গলবার রাতে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রাতেই ঐ শিক্ষার্থীর স্বামী সোহাগ হাসান বাদী হয়ে মেম্বার লিটন মোল্লা, তার অনুসারী জয় এবং মাকুন মোল্লার নাম উল্লেখ করে ও অজ্ঞাত দুই তিনজনকে আসামি করে মামলা করেন। পুলিশ গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।