জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বরিশালে ভার্চুয়াল সভা
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়াল আলোচনা সভা করেছে বরিশাল মহানগর ও জেলা বিএনপি। মঙ্গলবার সকালে সদর রোডস্থ বিএনপি কার্যালয়ে পৃথক এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভা দু’টিতে ভিডিও কনফারেন্সে ঢাকা থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু।
ভার্চুয়াল আলোচনা সভায় মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বরিশালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সহ-সভাপতি সৈয়দ আহসান কবীর হাসান, সহসম্পাদক আনয়ারুল হক তারিন প্রমুখ।
অপরদিকে বরিশাল জেলা (উত্তর) বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সহ-সভাপতি আফজাল হোসেন, সহ-সভাপতি আঃ রব খান, যুগ্ম সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ লাল্টু, সাংগঠনিক সম্পাদক আঃ সত্তার খাঁন, দপ্তর সম্পাদক এ্যাড, নুরুল আলম রাজু, হিজলা উপজেলা বিএনপি আহ্বায়ক আঃ গফফার তালুকদার, সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজন প্রমুখ।
এছাড়াও দিনটি উপলক্ষে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে ৮শ ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মনজু, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মোমেন ইসলাম কোটন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি প্রমুখ।