বরগুনায় ইউপি নির্বাচনী সংঘর্ষে আহত ৩
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
সঞ্জীব দাস ,বরগুনা : বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার সমর্থকদের উপর হামলায় ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১ জন আশঙ্কাজনক।
শনিবার(১২জুন)বেলা১২টার দিকে৫নং ইউনিয়নের নয়া বাজার এলাকায় এ হামলা চালায় বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন ও তার সমর্থকরা।
হামলায়১০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এবং ১টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।হামলায় ৩জন আহত হয়েছে,গুরুতর আহত ১ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,বর্তমান চেয়ারম্যানকে সাথে নিয়ে রামরা বাজারের দিকে যাচ্ছিলেন নৌকার প্রার্থী মুজিবুল হক কিসলু।হঠাৎ গতিরোধ করে নয়া বাজার এলাকায় তাদেরকে ঘেরাও করে দেশীয় অস্ত্র রামদা,ছেনা,টেটা,বল্লম নিয়ে তাদের উপর হামলা চালায় মোশাররফ হোসেন ও তার সমর্থকরা। এতে ৩ জন আহত হয়েছে। ১০ টি মোটরসাইকেল ভাংচুর করে এবং১টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
এছাড়াও নৌকা মার্কার সমর্থক মজনু শরীফ ও হেলাল শরীফের মাথায় এলোপাতাড়ি কোপ দেয়,এবং মাথায় টেটা নিক্ষেপ করে। মজনু কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত)শহিদুল ইসলাম মিলন বলেন,আমরা জানতে পেরেছি নির্বাচনী জের ধরে হামলার ঘটনা ঘটেছে।আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাই। বিষয়টি তদন্তাধীন রয়েছে,আমরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।