দৌলতখান উপজেলা ও পৌর শ্রমিক দলের কমিটি গঠন

এইচ আর সুমন, ভোলা : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ভোলার দৌলতখান উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। ভোলা জেলা বিএনপি’র কার্যালয়ে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে প্রধান অতিথি ভোলা জেলা শ্রমিকদলের সভাপতি শহীদুল আলম মানিক(২৮ই অক্টোবর বৃহস্পতিবার) দুপুর ১২ টায় কমিটি ঘোষণা করেন।
দৌলতখান উপজেলা শাখার শ্রমিক দলের নবগঠিত কমিটিতে মোঃ নজরুল ইসলাম মিলনকে সভাপতি, মোঃ শাহাব উদ্দিন মেম্বারকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক, মোঃ কামাল বাড়ই কে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে দৌলতখান উপজেল শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
দৌলতখান পৌর শাখার শ্রমিক দলের নবগঠিত কমিটিতে মোঃ মোশারফ হোসেন(মশু) কে সভাপতি, মোঃ নুরুল হককে সিনিয়র সহ-সভাপতি, মোঃ মোরশেদ আলমকে সাধারণ সম্পাদক, মোঃ নুরুল ইসলাম (নুরু) কে যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ হারুনকে সাংগঠনিক সম্পাদক করে,৫১ সদস্য ও বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বিশেষ অতিথি ভোলা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার বলেন,আগামী ৩ মাসের মধ্যে দৌলতখান উপজেলা ও পৌর শাখার বিভিন্ন ইউনিটের পূর্ণ কমিটি গঠন করার জন্য তাদের দায়িত্ব দেয়া হয়।
তিনি আরো বলেন,দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দৌলতখান সহ বিভিন্ন উপজেলা ও পৌর শাখার শ্রমিক দলের কমিটি করা হচ্ছে। দৌলতখান উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল খালেক মিঝির সভাপতিত্বেএ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, এছাড়া উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আওলাদ হোসেন বাহার, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন খন্দকার, ভোলা পৌরসভা শ্রমিক দলের দলের সাধারণ সম্পাদক আজিজুল হক আরজুসহ ভোলা জেলা শ্রমিকদলের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দৌলতখান উপজেলা ও পৌর শাখার শ্রমিক দলের দ্বি বার্ষিক সম্মেলনের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৌলতখান উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম।