রোগী বাড়ছে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী আরও বেড়েছে। একই সাথে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবেও বেড়েছে করোনা শনাক্তের হার। তবে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে বিগত ২৪ ঘন্টায় কোন রোগী মৃত্যুর ঘটনা ঘটেনি।
হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, বিকেল ৪টা পর্যন্ত করোনা ওয়ার্ডে রোগী ভর্তি ছিলো ১২২জন। এর মধ্যে ২৪ জনের করোনা পজেটিভ। করোনা ওয়ার্ডের ১২টি আইসিইউ বেডের সবগুলোইতেই রোগীতে পরিপূর্ণ। আরও অন্তত ২০ জন আছেন আইসিইউ সেবা পাওয়ার অপেক্ষায়।
এর আগের দিন রবিবার করোনা ওয়ার্ডে রোগী ভর্তি ছিলো ১১৮জন। যার মধ্যে করোনা পজেটিভ ছিলো ২৬ জনের। ওই দিনও আইসিইউ’তে ভর্তি ছিলো ১২জন রোগী।
শনিবার ২৮জন করোনা পজেটিভ সহ ১১২জন রোগী ভর্তি ছিলো করোনা ওয়ার্ডে। ওই দিনও আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন ১২জন মুমূর্ষ রোগী।
অপরদিকে গত ২৪ ঘন্টায় (রবিবার) শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৭৪ জনের নমূনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪০জনের। শনাক্তের হার ২২.৯৮ভাগ। এর আগের দিন শনিবার ১৭৪ জনের নমূনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিলো ২১.২৬ ভাগ।
পরিচালক কার্যালয়ে করোনা তথ্য সংরক্ষনের দায়িত্বে থাকা জে. খান স্বপন জানান, প্রতিদিনই করোনা ওয়ার্ডে রোগীর চাপ বাড়ছে। মেডিকেল কলেজের পিসিআর ল্যাবেও বাড়ছে শনাক্তের হার। গত ২৪ ঘন্টায় এই হাসপাতালের করোনা ওয়ার্ডে কোন রোগী মারা যায়নি বলে তিনি জানান।
গত বছরের ১৭ মার্চ থেকে গতকাল পর্যন্ত এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪শ’ ৯২জন রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০০ জনের। যার মধ্যে ১৪৬ জনের করোনা পজেটিভ ছিলো বলে জানিয়েছেন হাসপাতালের করোনা তথ্য সংরক্ষক জে. খান স্বপন।