করোনার টিকা কেন্দ্রে ভিড় বেড়েছে
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
গত রবিবার প্রথম দিন বরিশাল বিভাগের ৬ জেলা এবং সিটি কর্পোরেশন এলাকায় ৪৩ কেন্দ্রে কোভিড টিকা নিয়েছেন ১ হাজার ৪১২ জন। সোমবার দ্বিতীয় দিন টিকা নিয়েছেন ১ হাজার ৫৪৪ জন। গত দুই দিনের টিকা প্রদান কার্যক্রমের চিত্র বিভিন্ন গণমাধ্যমে দেখে এবং কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর না পেয়ে আজ মঙ্গলবার তৃতীয় দিনে প্রতিটি কেন্দ্রে ভিড় করেছেন অনেক আগ্রহী।
তারা বলছেন, টিকা গ্রহণের সময় তেমন কোন ব্যথা পাওয়া যায় না। নেই কোন পার্শ্বপ্রতিক্রিয়াও। কোভিড টিকা নিয়ে করোনা থেকে নিজেদের সুরক্ষিত করার কথা বলছেন তারা।
শের-ই বাংলা মেডিকেলের একটি বুথে টিকা প্রদানের দায়িত্বপ্রাপ্ত নার্সিং কর্মকর্তা লাবনী আক্তার বলেন, আগের চেয়ে টিকা প্রদানের শর্ত শিথিল করায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অনেক সাধারণ জনগণ গতকাল তৃতীয় দিনে টিকা নিতে ভিড় করেছেন। দ্বিতীয় দিনের চেয়ে তৃতীয় দিন দ্বিগুণ ভীর হয়েছে। আগামীতে আরও ভীর বাড়বে বলে ধারনা করছেন তিনি।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, বরিশাল সিটি এলাকা সহ বিভাগের ৬ জেলায় টিকা কার্যক্রম পরিচালনার জন্য ৫৪০টি টিম রয়েছে। টিকাগ্রহণকারীদের চাপ বাড়লে টিমের সংখ্যা আরও বাড়ানো হবে।
বরিশাল সিটি এলাকায় ৭টি এবং জেলার ৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯টি সহ মোট ১৬টি বুথে দেয়া হচ্ছে করোনার টিকা।