রাজনীতির সংবাদ

ভোলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলন

এইচ. আর. সুমন, ভোলা : ভোলা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর শনিবার ভোলা জেলা আইনজীবী ফোরামের (দক্ষিন ভবন) দিনব্যাপী দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আলী হায়দার বাবুল।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এম. হেলাল উদ্দিন এবং অ্যাডভোকেট মোহাম্মদ উলøাহ খান জুয়েল, ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ ট্রুম্যান, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক, ভোলা জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট নূরুল আমিন নূরনবী৷
এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শেখ হুমায়ুন কবির মাসুদ ও অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন সহ নেতৃবৃন্দ।
অ্যাডভোকেট জাবেদ ইকবালের সঞ্চালনায় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছালাউদ্দিন হাওলাদার, আইনজীবী ফোরামের নেতা ড. আমিরুল ইসলাম বাছেদ, অ্যাডভোকেট কাজী আজম, অ্যাডভোকেট রেজাউল করিম, ভোলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইফতারুল হাসান শরীফ, অ্যাডভোকেট ছালাহউদ্দিন আহমেদ প্রিন্স, অ্যাডভোকেট মো. ইউছুফ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক ও তাদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে। ভোলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দায়িত্বশীল নেতৃবৃন্দ সকল আইনজীবীর আপদে বিপদে এগিয়ে আসতে হবে। এসময় তারা বলেন, বিচার প্রার্থী মানুষকে বিচার পাইয়ে দেওয়া অন্যতম মাধ্যম হল আইনজীবী। মানুষ যাতে ন্যায় বিচার পায় সে ÿেত্রে আইনজীবীদের ভূমিকা অপরিসীম।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button