বাউফলে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
হারুন অর রশিদ, বাউফল : পটুয়াখালীর বাউফলে স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। সোমবার (২৭জুলাই) সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয় জনতা ভবনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও বাউফল উপজেলা আওয়ামীলীগের সভাপতি, জাতীয় সংসদের সাবেক চিফহুইপ ও বর্তমান সরকারী প্রতিষ্ঠান সমুহের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি‘র টেলিকনফারেন্স বক্তব্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কার্যক্রম শুরু হয় ।
পরে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দরা। বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় সংগঠনের সহ সভাপতি আমিরুল ইসলাম লিটন ইঞ্জিনিয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রতিষ্ঠা বার্ষিকীর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র, প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা , ডিজিটলি বাংলাদেশ গড়ার নেপথ্য কারিগর সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হারুন অর রশিদ খান শাররীক অসুস্থ্য থাকায় টেলিকনফারেন্সে নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান দোয়া প্রার্থনা করেন।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাউফল উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া পান্নু,বাউফল পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক এনায়েত খাঁন সানা, বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ, সাধারন সম্পাদক কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, সাংঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক আলকাছ চেয়ারম্যান, পটুয়াখালী জেলা ছ্এালীগের সহ সভাপতি নিয়াজ মোেির্শদ, সাবেক ছাত্রলীগ নেতা সামসুল কবির নিশাত প্রমূখ। এ সময় বৃক্ষ রোপন ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।