রাজনীতির সংবাদ
ভোলায় আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী পালিত

এইচ আর সুমন, ভোলা : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকোর৭ম মৃত্যু বার্ষিকী পালন করে ভোলা জেলা বিএনপি।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলা জেলা বিএনপি’র কার্যালয়ে আলোচনা সভা ,ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ভোলা জেলা বিএনপি’র কার্যালয়ে সোমবার মাগরিব বাদ ভোলা জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হেলাল উদ্দীন,পৌর বিএনপির সভাপতি আবদুর রব আকনসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের এবং শ্রমিক দল, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল নেতৃবৃন্দ।
এসময় জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনাসহ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় মসজিদের ইমান, মাওলানা মোঃ নুরে আলম।