জাতীয় সংবাদপ্রধান সংবাদসারাদেশের সংবাদ

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনি প্রতিনিধি : ফেনিতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গছে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় তোলপাড় চলছ। ন্যাক্কারজনক এ ঘটনার জন্য ওই শবিরি নতোর শাস্তি দাবি করনে এলাকাবাসী। শবিরি নতোর নাম ইমাম উদ্দনি, সে গজারয়িা গ্রামরে জামাল উদ্দনিরে ছলে।

জানা গছে, দাগনভুইয়া পৌর সভার সাবকে প্যানলে ময়ের ও বাংলাবাজার এলাকার বাসন্দিা জামাত নতো কামাল হোসনে প্রকাশ লতা কামাল অস্ত্র মামলায় গ্রফেতার হয়ে র্দীঘদনি, ফনেী কারাগারে আছনে। ওই মামলায় কামালরে যাবজ্জীবন সাজা হয়। গ্রফেতার কৃত জামাত শবিরিরে নতোর্কমীদরে কারাগারে দখো শুনার দায়ত্বি পালন করে আসছে কামাল। ২০১৯ সালে নাশকতার মামলায় গ্রফেতার হয়ে কারাগারে যায় দাগনভূঁইয়া পূবচন্দ্রপুর মডলে ইউনয়িনরে গজারয়িা বাজাররে মনু হাফজেরে বাড়রি জামাল উদ্দনিরে ছলেে শবিরি নতো ইমাম উদ্দনি ইমাম।

তখন জামাত নতো কামালরে সাথে ইমামরে সখ্যতা গড়ে উঠ। ইমাম কারাগার থকেে মুক্তি পয়েে কামালরে পরবিাররে সাথে দখো করতে যায়। তখন কামালরে স্ত্রীর (২৭) প্রতি ইমামরে কুনজর পড়। এভাবে আসা যাওয়ার মাধ্যমে উভয়রে মাঝে পরকয়িার সর্ম্পক গড়ে উঠ। কছিুদনি আগে কামালরে বউকে নয়িে ইমাম বাগয়িে নয়িে ঢাকায় চলে যায় বলে পরবিার সুত্র জানায়। এরপর বয়িে করে ফনেীর বাসায় উঠ।ে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। এমন ন্যাক্কার জনক কাজে লপ্তি থাকার অভযিোগে স্থানীয়রা ইমামরে শাস্তি দাবি করনে।

আব্দুর রহমি নামে এক স্থানীয় বাসন্দিা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরর্বতীতে ইমামরে পরবিার সামাজকি ভাবে বষিয়টি সমাধান করে নয়িছে। তাই এখন আর কোন সমস্যা নাই বলে তনিি জানান।

পলাতক হওয়ায় এ ব্যপারে ইমাম উদ্দনি ও কামালরে স্ত্রীর বক্তব্য পাওয়া যায়ন। স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী ঘটনাটি শুনছেনে বলে তনিি জানান।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button