প্রধান সংবাদ
প্যালেস্টাইন ছাত্রদের মানববন্ধন

আহসান হাবিব : ইসরাইলের সাথে বিশ্বের কতিপয় ইসলামী রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের প্রতিবাদে বরিশালে মানবন্ধন করেছে প্যালেস্টাইন সাধারণ ছাত্র পরিষদ। শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর অশি^নী কুমার হল চত্বরে¡ এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী হাতিম রাবার এর সভাপতিতে এখানে বক্তারা বলেন, প্যালেস্টাইন আমাদের মাতৃভূমি আর প্যালেস্টাইন বিশ্বের সকল মুসলমানদের। কারণ জেরুজালেমে থাকা আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ। অথচ এখানে দখলদার ইসরাইল আমাদের লোকদের হত্যা করে, ভূমি দখল করে। ঠিক এমন একটা দেশের সাথে প্যালেস্টাইনের স্বার্থ লঙ্ঘন করে কিছু ইসলামী রাষ্ট্রের সম্পর্ক স্থপানের বিষয়টি ধিক্কার জানাই। আমরা দাবী করছি ইসলামী রাষ্ট্রের প্রতি ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার আর বাংলাদেশ আমাদের সাথে আছে বলে ধন্যবাদ জানাচ্ছি।