বরিশাল বিভাগের সংবাদ

বরগুনায় ৪টি বন্দুকসহ ২ জলদস্যু আটক

সঞ্জীব দাস, বরগুনা : বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চল থেকে ডাকাতির প্রস্তুতিকালে চারটি দেশীয় বন্দুক ছয় রাউন্ড গুলি ও দুইটি ধারালো অস্ত্রসহ দুজনকে আটক করেছে কোস্ট গার্ড সদস্য।
জানা গেছে ২১জুলাই বুধবার রাতে হরিণঘাটা সংরক্ষিত বনে জলদস্যুরা ডাকাতির প্রস্তুতি নিয়েছে এই সংবাদের ভিত্তিতে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেনেন্ট মেহেদী এর নেতৃত্বে হরিণঘাটা সংরক্ষিত বনে গভীর রাতে অভিযান চালানো হয়।
এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালালে কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে জলদস্যুরা পালিয়ে গেলে পাথরঘাটা উপজেলার গ্রামের আব্দুল মন্নান এর ছেলে রাজু (২৫) এবং পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের মহসিন মিয়ার ছেলে রিয়াজ নামে (২৩) নামে ২ জলদস্যু’ সদস্যকে চারটি একনলা বন্দুক ছয় রাউন্ড গুলি ও দুইটি ধারালো অস্ত্রসহ আটক করে কোস্টগার্ড।

স্টেশন কমান্ডার মেহেদী হাসান জানান সাগরে অবরোধের কার্যক্রম শেষ হয়ে যাবার সময় আগে থেকেই মাছ ধরার ট্রলার ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল জলদশ্যুরা। আটককৃতদের ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button