কলাপাড়ায় ড্রাইভারদের সাথে বিট পুলিশং সভা
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক ঝুঁকি এড়াতে অটো রিকশার ড্রাইভারদের সাথে বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শেষ বিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে কুয়াকাটা সড়ক পথে শেখ কামাল সেতুর তলদেশে পুরাতন ফেরিঘাট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
বিট পুলিশ কর্মকর্তা এস আই শওকত জাহান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান, ওসি (তদন্ত) আসাদুর রহমান। এছাড়া অটো রিকশার ড্রাইভারদের পক্ষে বক্তব্য রাখেন মো.বাবুল গাজী বাবলু। এসময় পৌর শহরের শতাধীক অটো রিকশার ড্রাইভাররা উপস্থিত ছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, সড়ক নিরাপদ রাখতে ১৮ বছরের নিচের কিশোররা যাতে অটো রিকশা না চালায় সে জন্য অটো রিকশা মালিকদের নির্দেশ প্রদান করেন।
এছাড়া তিনি আরো বলেন, আপনার চার পাশে যদি কোন অপরাধ মুলক কার্যক্রম চলে তাহলে আমাদের পুলিশকে জানান। এজন্য আমাদের হটলাইন নাম্বর দেয়া আছে। আপনার পুলিশ আপনার পাশেই আছে বলে তিনি জানান।