হাকিমুদ্দিনে সুবর্ণজয়ন্তী ও লঞ্চ ঘাটের পল্টুন উদ্বোধন

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চ ঘাটে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও নব-নির্মানকৃত নতুন পল্টুন ঘাটের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৬ মার্চ সন্ধ্যায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভোলা নদী বন্দর উপ-পরিচালক মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি নব-নির্মাণকৃত পল্টুন ঘাটের শুভ উদ্বোধন করেন। এর পর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন এমপি মুকুল।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, হাসান নগর ইউপি চেয়ারম্যান মানিক হাওলাদার, পক্ষিয়া ইউপি চেয়ারম্যান মো. নাগর হাওলাদার,
হাসান নগর আ’লীগের সভাপতি মো. সালাউদ্দিন কাঞ্চন মিয়া, টবগী ইউনিয়ন আ’লীগ সভাপতি সফিউল্লাহ চৌধুরী, টবগী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, টবগী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. উজ্জল হাওলাদার প্রমূখ সহ আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এ পল্টুনটি প্রায় ৪ কোটি টাকা ব্যয় নির্মান করা হয়েছে।