৮৬ মণ জাটকা বোঝাই ট্রাক জব্দ, আটক ২
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : বরিশালে ৮৬ মণ নিষিদ্ধ জাটকা বোঝাই একটি ট্রাকসহ ২ জনকে আটক করেছে নৌ পুলিশ। শুক্রবার ভোরে নগরীর দপদপিয়া সেতুর টোল প্লাজায় এই অভিযান চালানো হয়।
পরে আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি জব্দকৃত জাটকা এতিম ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
বরিশাল নৌ পুলিশের অতিরিক্ত সুপার মো. সোলায়মান মিয়া জানান, কুয়াকাটা থেকে একটি ট্রাকে বিপুল পরিমান জাটকা অবৈধভাবে ঢাকায় পাচার হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে নৌ পুলিশ দপদপিয়া সেতুর টোলপ্লাজায় চেকপোস্ট স্থাপন করে। শুক্রবার ভোরে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে ৩ হাজার ৪শ’ ৪০ কেজি জাঁটকা উদ্ধার করে তারা। এ সময় ট্রাকসহ চালক মিলন হাওলাদার (২৭) ও হেলপার আরিফ বিল্লাহকে (২১) আটক করে নৌ পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে আটক ২ জনকে কোতয়ালী থানায় সোপর্দ করে নিয়মিত মামলা দায়ের করেছে নৌ পুলিশ। অপরদিকে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা এবং অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয় বলে জানান নৌ পুলিশের অতিরিক্ত সুপার মো. সোলায়মান মিয়া।