ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
এইচ আর সুমন, ভোলা : “মুজিব বর্ষে শপথ নিবো’ জাটকা নয় ইলিশ খাবো” এই স্লোগান নিয়ে ভোলায় সামাজিক দূরত্ব বজায় রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১ শুরু হয়েছে।
আজ রবিবার সকাল ১১ টায় ভোলা সদর উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। জেলা মৎস্য বিভাগের আয়োজনে আগামী ১০ এপ্রিল পর্যন্ত সপ্তাহটি পালন করা হবে।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোফারেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনছ হাজ্বী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেনসহ বিভিন্ন মৎস্য জীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা মৎস্য অফিসার মো: জামাল হোসেন জানান, করোনা মহামারীর কারণে এবারের আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছে। জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে ইলিশা, নাছির মাঝি ও তুলাতুলি এলাকার নদীর পাড়ে জেলেদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে।
এছাড়া বিভিন্ন হাট বাজার ও নদ-নদীতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।