বরিশাল বিভাগের সংবাদ

ভোলায় ১০ লাখ টাকার চিংড়িপোনা জব্দ

এইচ আর সুমন, ভোলা : ভোলার দৌলতখানে ১০ লাখ টাকার বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার পৌর ১ নম্বর ওয়ার্ডের পাতার খাল এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাইফুর রহমান জানান, দশ ব্যারেল বাগদা চিংড়ির রেনু পোনা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি দল উপজেলার পাতার খাল মাছঘাটে অভিযান চালায়।

এসময় সেখান‌ থেকে একটি পিকআপ ভ্যানে থাকা প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের চার লাখ পিস বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। তবে এর সাথে জড়িতরা প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত চিংড়ির পোনা দৌলতখানের মেঘনা নদীতে অবমুক্ত করা হয় বলেও জানান তিনি।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button