ইলিশের অভয়াশ্রমে মাছ ধরায় ২৮ জেলে আটক

এইচ আর সুমন, ভোলা : নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশের অভয়াশ্রমে মাছ ধরায় যৌথ অভিযানে ২৮ জেলে আটক। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর উপজেলার মেঘনা নদীর ধনিয়া ও ইলিশা এলাকায় যৌথ অভিযান চালায় মৎস্য বিভাগ ও জেলা পুলিশ। যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
এ সময় তদের কাছ থেকে অবৈধ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু আব্দুল্লাহ খান জানান, ভোলা সদর উপজেলার মেঘনা নদীর ধনিয়া ও ইলিশা এলাকায় মৎস্য বিভাগ ও জেলা পুলিশ অভিযান চালায়।
এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভায়াশ্রমে মাছ ধরায় ২৮ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের মধ্যে ১৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ২নং ইলিশা ইউনিয়নের ইউপি মেম্বার কামাল হোসেনের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এছাড়া বাকি ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।