বরিশাল বিভাগের সংবাদ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
কুয়াকাটায় ভ্যানচালকের লাশ উদ্ধার
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
কলাপাড়া প্রতিনিধি : পর্যটন কেন্দ্র কুয়াকাটার ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে থেকে নিজাম উদ্দিন (২০) নামের এক ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিজাম উদ্দিন আলীপুর বন্দরের জয়নাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সে বৃহস্পতিবার সকালে ভ্যান নিয়ে বাসা থেকে বের হয়। এর পর স্থানীয়রা তার লাশ ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে দেখতে পায়।
পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। তবে পুলিশের ধারণা নিহত নিজাম সাঁতার জানতোনা।
মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান বলেল, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে।