মেহেন্দিগঞ্জের চানপুরে নৌকার মাঝি হতে চান মিলন সিপাহি

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় তৃণমূল আওয়ামী লীগের বটগাছ হিসাবে খ্যাত প্রয়াত বর্ষীয়ান ও প্রবীণ নেতা বীরমুক্তিযোদ্ধা মরহুম আঃ রব কাঞ্চন সিপাহীর পুত্র মিলন সিপাহি নৌকার মাঝি হতে চান।
দুই মেয়াদে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন মিলন সিপাহির বাবা মরহুম কাঞ্চন সিপাহি। আমৃত্যু আওয়ামী লীগের কান্ডারী হিসাবে ভূমিকা রাখা এই বর্ষীয়ান নেতা গত ৩-৪ বছর আগে মারা যান।
দলে দীর্ঘদিন অবদান রাখা তৃণমূল এই নেতার অসহায় পরিবার এখন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে চান। বাবার মতো দলে ভূমিকা রাখতে চান এই আওয়ামী পরিবারের উত্তরসূরী মিলন সিপাহি ।
দলীয় সূত্রে জানা গেছে, ১৯৬৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে রাজনীতি শুরু করেন কাঞ্চন সিপাহী । এর পর মেহেন্দিগঞ্জ উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও চানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
পিতার আদর্শকে ধারণ করে তার দেখানো পথে এগিয়ে যেতে সকলের কাছে দোয়া চেয়েছেন মিলন সিপাহি। তিনি ওই ইউনিয়নবাসীর সেবক হতে চান। তার পিতা আওয়ামী রাজনীতি থেকেই জনপ্রতিনিধি হিসাবে সাধারণ মানুষের হ্রদয়ে জায়গা করে নিয়েছিলেন।