বাড়ির বারান্দায় ক্লাস করছে শিক্ষার্থীরা

এম ইউসুফ আলী সৈকত : মেহেন্দিগঞ্জ সীমান্তবর্তী হিজলার ধুলখোলা ইউনিয়নের বাতুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নদীতে বিলীন।
এরপর থেকেই অন্যের বাড়ির বারান্দায় ক্লাস করছে শিক্ষার্থীরা। প্রায় ২মাস আগে বিদ্যালয়ের ভবনটি নদীতে বিলীন হয়ে যায় বলে জানান বিদ্যালয় সভাপতি জুয়েল শরমান। তিনি বলেন, নদীর ভাঙ্গনে শতাধিক শিক্ষার্থীর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ায় আমি আমার বাড়ির বারান্দায় পাঠদানের ব্যবস্থা করি।
বিদ্যালয়টি ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়ে ১০০শিক্ষার্থী ও চার জন শিক্ষক রয়েছেন।এক সঙ্গে তিন শ্রেণির ক্লাস নেন শিক্ষকরা। এতে ক্লাসে মনোযোগী হতে পারে না শিক্ষার্থীরা।
অন্য ক্লাসের শব্দ আসে, স্যারের কথা বুঝতেও কষ্ট হয় তাদের।
সহকারী শিক্ষক রাবেয়া খানম বলেন, শিক্ষার্থীদের উপস্থিতির হারও দিনদিন কমে যাচ্ছে। নিজস্ব ভবন না থাকায় এবং নদীর ভাঙ্গনে পরিবার স্থানান্তরিত হওয়ায় দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে।
শিক্ষার্থীদের ভাগ্যে এক ধরনের অনিশ্চিত হয়ে পড়েছে। চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের নিকট নতুন ভবন দাবি করছেন।