কলাপাড়ায় যুবলীগের বৃক্ষরোপণ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বৃক্ষরোপণ করেছে যুবলীগের নেতাকর্মীরা। উপজেলার মহিপুর থানা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে শেষ বিকেল পর্যন্ত একাধিক সড়কসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ বৃক্ষ রোপণ করা হয়।
এ সময় তারা প্রায় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন। এ বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ।
অন্যান্যদের মধ্যে মহিপুর থানা যুবলীগের আহব্বায়ক এএম মিজানুর রহমান বুলেট, মহিপুর প্রেস ক্লাবের সভাপতি মো.মনিরুল ইসলাম, কুয়াকাটা পৌর যুলীগের আহবায়ক মো.ইসাহাক শেখ, মহিপুর সদর ইউনিয়ান যুলীগেরে আহবায়ক মো.ফেরদৌস হাওলাদার, যুগ্ন আহবায়ক শাহরিয়ার সুমন, মনির হাওলাদার, ছিদ্দিক মোল্লা সহ স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মহিপুর থানা যুবলীগের আহব্বায়ক এ এম মিজানুর রহমান বুলেট বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। সকাল থেকে শেষ বিকেল পর্যন্ত মহিপুরের বিভিন্ন স্থানে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হয়েছে। তবে তিনি প্রত্যেক ব্যাক্তিকে অন্তত তিনটি করে গাছের চারা লাগান জন্য আহবান জানান।
কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ড.শামীম আল সাইফুল সোহাগ বলেন,“গাছ লাগাই জীবন বাঁচাই” এ শ্লোগানকে সামনে রেখে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন। এর ধারাবাহিকতায় কেন্দ্রীয যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.মাইনুল হোসেন খান নিখিল দেশব্যাপী এ কর্মসূচির আহ্বান করেছেন। এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।