পিরোজপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার দাবী
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শিহাব হোসেনকে মিথ্যে মমলা দিয়ে জেল হাজতে পাঠানোর প্রতিবাদে এবং মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার কদমতলা বাজারে সর্বস্তরের জনগনের ব্যানারে চেয়ারম্যান শেখ শিহাব হোসেনের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠীত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কদমতলা ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আল মামুন, কদমতলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চুন্নু, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য বদিউজ্জামান খান ও ফারুক হোসেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, বিপুল ভোটে নির্বাচিত কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শিহাব হোসেনকে ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে তাকে হয়রানি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ভোটে পরাজিত একটি মহল। একজন চেয়ারম্যানের একটি ইউনিয়নে অনেক কাজ, চেয়ারম্যান ছাড়া ইউনিয়নে জণগন তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই অবিলম্বে চেয়ারম্যান শেখ শিহাব হোসেনকে মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি দিতে হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে শেখ শিহাব হোসেন একটি মামলায় পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ নং আমলি আদালতের বিচারক মো: ইকবাল মাসুদ জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।