জিয়ানগর সড়কে নতুন মসজিদের ভিত্তি প্রস্তর

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর জিয়ানগর সংলগ্ন ১২ নম্বর ওয়ার্ডে নতুন ( বজলুর রহমান) জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল মসজিদ কমিটির সভাপতি গোলাম মোস্তফা সেলিমের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়ার অনুস্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা মাস্টার নুরুল হক মিয়া, উপদেষ্টা আবুল হোসেন খলিফা, আবুল হাসান খলিফা, মসজিদ কমিটির সেক্রেটারি মো.সোবহান হাওলাদার, জয়েন সেক্রেটারি এম.মিরাজ হোসাইন, নুরুল ইসলাম হাওলাদার, মো. আইউব আলী আকন, হাজি মো.নাছির উদ্দিন,মো. ফরহাদ হোসেন প্রমূখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন জিয়ানগর বায়তুশ শরিফ জামে মসজিদের খতিব মাও. মুজাফফার হোসাইন। এসময় এলাকার প্রায় শতাধিক মুসল্লিরা দোয়া মোনাজাতে অংশগ্রহন করেন।
সম্প্রতি নগরীর দক্ষিন আলেকান্দার বজলুর রহমান এর স্ত্রী শাহিদা রহমান এই মসজিদের জন্য ৬ শতাংশ জমি ওযাকফ করে দেন। ###